স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন পশ্চিম

রাজ্য স্কুল ফুটবলে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হল পশ্চিম মেদিনীপুর। বর্ধমানকে হারায় তারা। বালক বিভাগে চ্যাম্পিয়ন হল মধ্য কলকাতা। সোমবার গড়বেতা স্টেডিয়ামে ফাইনাল হয়। খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এই নিয়ে তিন বছর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হল পশ্চিম মেদিনীপুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৭
Share:

জয়ী দলের উচ্ছ্বাস। —নিজস্ব চিত্র।

রাজ্য স্কুল ফুটবলে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হল পশ্চিম মেদিনীপুর। বর্ধমানকে হারায় তারা। বালক বিভাগে চ্যাম্পিয়ন হল মধ্য কলকাতা।

Advertisement

সোমবার গড়বেতা স্টেডিয়ামে ফাইনাল হয়। খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এই নিয়ে তিন বছর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হল পশ্চিম মেদিনীপুর। জেলার মেয়েদের পারফরম্যান্সে খুশি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ। সংসদের সম্পাদক সোমনাথ দাস বলেন, “মেয়েরা খুব ভাল খেলেছে। আশা করি, আগামী দিনে ওরা আরও ভাল খেলবে।”

গত শনিবার থেকে গড়বেতায় শুরু হয়েছিল ৬২তম রাজ্য স্কুল ফুটবল প্রতিযোগিতা। অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা দু’টি বিভাগেরই খেলা হয় এখানে। বালিকা বিভাগে ১১টি জেলার দল যোগ দেয়। বালক বিভাগে ৮টি জেলার দল যোগ দেয়। গড়বেতায় রাজ্য স্কুল ফুটবলের আসর এই প্রথম। পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা দফতর অনুমোদিত রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন। জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের পরিচালনায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Advertisement

অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগের ফাইনালে ওঠে পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান। বর্ধমানকে ২-০ গোলে হারায় পশ্চিম মেদিনীপুর। অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের ফাইনালে ওঠে মধ্য কলকাতা ও দক্ষিণ কলকাতা। ১-০ গোলে জেতে মধ্য কলকাতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন