নাবালিকাকে ধর্ষণ! যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ ঝাড়গ্রামে

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ২৩:৫৮
Share:

—প্রতীকী ছবি।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দিল পশ্চিম মেদিনীপুর পকসো আদালত। পকসো আইনের ৬ ধারায় বুধবার রাজু মাহাতো নামে ওই যুবককে দোষী সাব্যস্ত করেন বিচারক।

Advertisement

অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তথা পকসো আদালতের স্পেশাল পিপি গৌতম মল্লিক বলেন, ‘‘গত ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম থানা এলাকায় পাঁচ বছরের এক নাবালিকা তার ঠাকুমার সাথে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিল। সেই সময় ডেকরেটার ব্যবসায়ী রাজু মাহাতো ওই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পাশের জঙ্গলে ধর্ষণ করে।’’ আইনজীবী জানান, রক্তাক্ত, অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ ও পরিবারের লোকজন। ঝাড়গ্রাম মহিলা থানায় নাবালিকার বাবা অভিযোগ জানালে পুলিশ তদন্তে নেমে রাজুকে গ্রেফতার করে। নাবালিকা তার পরিবার চিকিৎসক-সহ ১৬ জন সাক্ষ্য গ্রহণ নেওয়ার পর বিচারক বৃহস্পতিবার সাজা ঘোষণা করলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement