District News

মেদিনীপুর পুরসভার প্রশাসক হচ্ছেন কে? বাড়ছে জল্পনা

অন্যান্য পুরসভাগুলিতে যে ভাবে প্রাক্তন কাউন্সিলরদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই ভাবে মেদিনীপুর পুরসভাতেও কেউ বসতে চলেছেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ২০:১৭
Share:

মেদিনীপুর পুরসভা। নিজস্ব চিত্র

মেদিনীপুর পুরসভার পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যায় ২০১৮ সালের ডিসেম্বর মাসে। তারপর থেকে নির্বাচন হয়নি। স্বাভাবিক ভাবে সেখানেও দায়িত্ব যায় পুর প্রশাসকের কাছে। কাজ শুরু করেন সদর মহকুমা শাসক দীননারায়ণ ঘোষকে। চলতি বছরের ১২ নভেম্বর মেদিনীপুর সদর মহকুমা শাসক দীননারায়ণ ঘোষের বদলির নির্দেশ আসে। তিনি অতিরিক্ত জেলাশাসক হিসেবে ঝাড়গ্রাম জেলায় কাজে যোগ দেবেন। তারপরেই শুরু হয়ে যায় গুঞ্জন। মেদিনীপুর পুরসভার প্রশাসক হিসেবে কে আসছেন?

Advertisement

অন্যান্য পুরসভাগুলিতে যে ভাবে প্রাক্তন কাউন্সিলরদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই ভাবে মেদিনীপুর পুরসভাতেও কেউ বসতে চলেছেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও তেমন কোন সরকারি নির্দেশ এসে পৌঁছায়নি জেলায়। তবে শোনা যাচ্ছে ওই পদে বসতে চলেছেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়।

আরও পডুন: অধীর-মান্নানের সঙ্গে ত্বহা সাক্ষাৎ এড়িয়ে গেলেন, বাড়ছে জল্পনা

Advertisement

এ দিকে মেদিনীপুর সদর মহকুমাশাসক হিসেবে বুধবার দায়িত্ব নিতে আসছেন নীলাঞ্জন ভট্টাচার্য। একই সঙ্গে তাঁকে মেদিনীপুর পুরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।

আরও পডুন: করোনার ১ বছর হল আজ, উহান থেকে শুরু, এখন বিশ্বে সাড়ে ৫ কোটি

বর্তমান পুর প্রশাসক তথা মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ বলেন, ঝাড়গ্রামে বদলি হয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী যে সব পদে দায়িত্বে ছিলেন তা মহকুমা শাসককে বুঝিয়ে দেবেন। যদি পুর প্রশাসক হিসেবে মহকুমা শাসক ছাড়া অন্য কাউকে দায়িত্ব বোঝাতে হয় তাহলে তাঁকেই দায়িত্ব বুঝিয়ে দেবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement