বোনঝির শ্লীলতাহানি, প্রতিবাদী মহিলাকে মার

বোনঝির শ্লীলতাহানির প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক যুবতী। বৃহস্পতিবার বিকেলে ময়নার গড়াসাফাত এলাকার ঘটনা। ওই রাতেই ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। কিন্তু অভিযুক্ত আরেফ খান পলাতক বলে পুলিশের দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০১:২১
Share:

বোনঝির শ্লীলতাহানির প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক যুবতী। বৃহস্পতিবার বিকেলে ময়নার গড়াসাফাত এলাকার ঘটনা। ওই রাতেই ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। কিন্তু অভিযুক্ত আরেফ খান পলাতক বলে পুলিশের দাবি। আক্রান্ত মহিলাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর মুখে, কানের পাশে, কপালে চোট রয়েছে।

Advertisement

জানা গিয়েছে, হুগলির চন্দননগর এলাকার বাসিন্দা ওই মহিলা সবেবরাত উপলক্ষে ময়নায় তাঁর দিদির বা়ড়ি এসেছিলেন। ওই দিন বিকেলে তিনি, তাঁর দিদি ও বোনঝি সবেবরাতের কেনাকাটা করতে পাঠান পাড়ার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অভিযোগ, সে সময়ই হাক্কানি মসজিদের কাছে আরেফ খান পথ আটকে কটূক্তি করতে শুরু করে। তাঁরা পাশ কাটিয়ে এগিয়ে যেতে চাইলে বছর পনেরোর কিশোরী মেয়েটির গায়ে হাত দিয়ে অশ্লীল ইঙ্গিত করে। এর পরই রুখে দাঁড়ান ওই মহিলা। বোনঝির শ্লীলতাহানির প্রতিবাদ করায় তাঁকে হেনস্থা করে আরেফ। ওই মহিলার দাবি, তাঁরও শ্লীলতাহানি করেছে আরেফ। জুতো খুলে মারধর করেছে। বাঁচাতে গেলে তাঁর দিদিকেও মারধর করা হয়েছে। কিন্তু কেউ ওই এলাকার কেউ তাঁদের বাঁচাতে এগিয়ে আসেননি।

পরে ওই মহিলার দিদির পরিবারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করেন। ওই অবস্থাতেই থানায় অভিযোগ করেন তিনি। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন