পথে অটোর অপেক্ষা, শ্লীলতাহানি 

মেদিনীপুরের ওই ঘটনায় কেন এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হল না?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ০১:১০
Share:

প্রতীকী ছবি।

অটোর জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন বছর ছত্রিশের এক যুবতী। অভিযোগ, তখনই জনা চারেক যুবক মিলে বিবাহিত ওই যুবতীর শ্লীলতাহানি করে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের কনকাবতীর দেলুয়ায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শুক্রবার পর্যন্ত অবশ্য অভিযুক্ত যুবকদের কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগকারী যুবতীর সঙ্গে কথা বলে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ওই যুবতীর শারীরিক পরীক্ষাও করানো হয়েছে।

Advertisement

মেদিনীপুরের ওই ঘটনায় কেন এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হল না? পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, ‘‘ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টাই চলছে। এ ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থাই নেওয়া হবে।’’ কনকাবতীর এক মহিলা পঞ্চায়েত সদস্য বলছিলেন, ‘‘রাস্তাতেই এক মহিলার উপর নির্যাতন চালানোর চেষ্টা হয়েছে।’’

স্থানীয় সূত্রে খবর, ওই যুবতী হাওড়ার এক আড়তে বেলপাতা বিক্রি করেন। দেলুয়ায় এক পুকুরপাড়ের কাছে কয়েকটি বেলগাছ রয়েছে। ঘটনার দিন বিকেলে সেখানে বেলপাতা তুলতে গিয়েছিলেন ওই যুবতী। বিবাহিত এই যুবতীর বাপের বাড়ি কনকাবতীরই অন্য এক এলাকায়। শ্বশুরবাড়ি ডেবরায়। দিন কয়েক আগে তিনি বাপের বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবারই শ্বশুরবাড়িতে ফেরার কথা ছিল তাঁর।

Advertisement

ঠিক ছিল, বেলপাতা তুলে বৃহস্পতিবার বিকেলে তিনি মেদিনীপুরে আসবেন। মেদিনীপুর থেকে ট্রেন ধরে ডেবরায় শ্বশুরবাড়িতে ফিরবেন। শুক্রবার বেলপাতা নিয়ে ট্রেনেই হাওড়ায় যাবেন। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে বেলপাতা তুলে তিনি দেলুয়ার কাছে রাস্তার একপাশে অটো ধরবেন বলে দাঁড়িয়েছিলেন। কয়েকজন যুবক এসে তাঁর হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ। কাপড় ধরেও টানাটানি করে। যুবতীর উপর শারীরিক নির্যাতন চালানোর চেষ্টা হয় বলে অভিযোগ।

ওই যুবতীর চিৎকারে স্থানীয়রা চলে এলেই চম্পট দেয় ওই যুবকেরা। তবে তাদের কারওরই নাম-পরিচয় জানাতে পারেননি ওই যুবতী। ঘটনার দিনই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, এ দিন স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন