দেহ উদ্ধার

সোমবার বিনপুরের কালিয়াম গ্রামের জলাশয় থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার নাম রীতাবালা দুলে (৪৪)। তাঁর বাড়ি কালিয়াম গ্রামেই। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে কালিয়াম গ্রামের একটি পাথর খাদানের জলাশয়ে স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরেন নি রীতাদেবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০১:১৬
Share:

সোমবার বিনপুরের কালিয়াম গ্রামের জলাশয় থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার নাম রীতাবালা দুলে (৪৪)। তাঁর বাড়ি কালিয়াম গ্রামেই। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে কালিয়াম গ্রামের একটি পাথর খাদানের জলাশয়ে স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরেন নি রীতাদেবী। জলাশয়টি গভীর হওয়ায় তাঁর খোঁজ পাওয়া যায় নি। এদিন সকালে রীতাদেবীর দেহটি ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশের দাবি, রীতাদেবীর মৃগী রোগ ছিল। স্নানের সময় খিঁচুনি শুরু হওয়ায় তিনি ডুবে যান বলে অনুমান পুলিশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement