সেনাবাহিনীতে চাকরি, প্রতারণায় ধৃত যুবক

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। রবিবার সকালে নন্দকুমারের ভুঁইয়াখালি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।পুলিশ জানিয়েছে ধৃতের নাম গৌতম পণ্ডা। তাঁর বাড়ি ভুঁইয়াখালি গ্রামেই। রবিবার তাকে তমলুকে সিজেএম আদালতে তোলা হলে বিচারক ৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০২:০৯
Share:

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। রবিবার সকালে নন্দকুমারের ভুঁইয়াখালি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।পুলিশ জানিয়েছে ধৃতের নাম গৌতম পণ্ডা। তাঁর বাড়ি ভুঁইয়াখালি গ্রামেই। রবিবার তাকে তমলুকে সিজেএম আদালতে তোলা হলে বিচারক ৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে নন্দকুমারের নামাল এলাকার বিনয় মেটিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে গৌতম ৫০ হাজার টাকা নিয়েছিল বলে অভিযোগ।কিন্তু পরে বিনয় মেটিয়া প্রতারিত হয়েছে বুঝতে পেরে গৌতম পণ্ডার নামে শনিবার নন্দকুমার থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরে রবিবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement