টেবিল ফ্যান উল্টে মৃত যুবক

টেবিল ফ্যান উল্টে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত প্রদীপ মহাপাত্র (৩৫) এগরা-২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শীলামপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বাড়িতে একটি টেবিল ফ্যান চালিয়ে শুয়েছিলেন প্রদীপবাবু। বিকেল চারটা নাগাদ অসাবধানবশত চালু থাকা অবস্থায় টেবিল ফ্যানটি হঠাৎ উল্টে বিদ্যুৎপৃষ্ট হন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০১:০৫
Share:

টেবিল ফ্যান উল্টে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত প্রদীপ মহাপাত্র (৩৫) এগরা-২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শীলামপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বাড়িতে একটি টেবিল ফ্যান চালিয়ে শুয়েছিলেন প্রদীপবাবু। বিকেল চারটা নাগাদ অসাবধানবশত চালু থাকা অবস্থায় টেবিল ফ্যানটি হঠাৎ উল্টে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। সন্ধ্যায় বাড়ির লোকজন গুরুতর অবস্থায় এগরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে জানান চিকিৎসক। এগরা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তে পাঠায়। অন্য দিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে মহিষাদলের জগতপুর গ্রামের এই ঘটনায় মৃতের নাম সুকুমার মাজি (৪৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুকুমারবাবুর নতুন বাড়ি তৈরি হচ্ছে। এ দিন সকালে তিনি বিদ্যুতের সাহায্যে চলা টুলপাম্পের মাধ্যমে নতুন বাড়িতে জল দিচ্ছিলেন। ওই সময় অসাবধানতাবশত তিনি তড়িদাহত হন। তাঁকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত হলে জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement