ভর্তির হিড়িক। ফর্ম তোলার লম্বা লাইন মেদিনীপুরের একটি ইংরাজি মাধ্যম স্কুলে। নিজস্ব চিত্র।
কলকাতা তো বটেই, এখন মফস্সল শহর গাঁ-গঞ্জেও মাথা তুলছে ইংরেজি মাধ্যম স্কুল। ভবিষ্যতের কথা ভেবে বহু বাবা-মা সন্তানকে সেখানে ভর্তি করছেন। শিশু-কিশোরদের কাছে বাংলা এখন দ্বিতীয় ভাষা। তবে কি মাতৃভাষা বাংলার কদর কমছে? বাংলা মাধ্যম স্কুল বা বাংলা ভাষার মানটা ঠিক কী? আজ, ২১শে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে —এই সব প্রশ্নেরই জবাব খুঁজল আনন্দবাজার।