আনন্দমেলার রজতজয়ন্তী

ঝাড়গ্রাম শহরের লিটল ফ্লাওয়ার্স স্কুলের রজতজয়ন্তী বর্ষের উত্‌সব ‘আনন্দ মেলা’ শেষ হল শুক্রবার। গত ২৬ ডিসেম্বর থেকে স্কুল প্রাঙ্গণে শুরু হয়েছিল সাত দিনের এই উত্‌সব। উত্‌সব উপলক্ষে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, শিশু প্রদর্শনী এবং স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়।

Advertisement
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৬ ০০:৩৪
Share:

ঝাড়গ্রাম শহরের লিটল ফ্লাওয়ার্স স্কুলের রজতজয়ন্তী বর্ষের উত্‌সব ‘আনন্দ মেলা’ শেষ হল শুক্রবার। গত ২৬ ডিসেম্বর থেকে স্কুল প্রাঙ্গণে শুরু হয়েছিল সাত দিনের এই উত্‌সব। উত্‌সব উপলক্ষে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, শিশু প্রদর্শনী এবং স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। অনাথ ও দুঃস্থ পড়ুয়াদের বইখাতা দেওয়া হয়। শুক্রবার সমাপ্তি সন্ধ্যায় ঝুমুর গান পরিবেশন করেন বিশিষ্ট ঝুমুর গায়ক লক্ষ্মীকান্ত মাহাতো। উত্‌সব কমিটির সম্পাদক অমর বসু বলেন, “সুস্থ সংস্কৃতির বিকাশে ২৫ বছর ধরে এই উত্‌সবের আয়োজন করে চলেছি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement