নতুন এটিএম কেন্দ্রের উদ্বোধন করছেন ঝাড়গ্রামের পুরপ্রধান দুর্গেশ মল্লদেব। শুক্রবার দুপুরে। নিজস্ব চিত্র।
বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ঝাড়গ্রাম শাখায় এটিএম পরিষেবার সূচনা হল শুক্রবার।
এ দিন দুপুরে ঝাড়গ্রাম শাখার সামনে এমটিএম কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রামের পুরপ্রধান দুর্গেশ মল্লদেব। ব্যাঙ্কের ঝাড়গ্রাম শাখার ম্যানেজার আশিসকুমার দাস বলেন, “তথ্য প্রযুক্তির যুগে আমাদের ব্যাঙ্কের সব শাখাতেই এখন কোর ব্যাঙ্কিং পদ্ধতি চালু হয়েছে। অন্য সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের মতো আমরাও পরিষেবা দিচ্ছি। গ্রাহকদের স্বার্থেই এটিএম পরিষেবা চালু করা হল। যে কোনও ব্যাঙ্কের কার্ড দিয়েই এখানে টাকা তোলা যাবে।”
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলায় এই ব্যাঙ্কের মেদিনীপুর, খড়্গপুর ও বালিচক শাখায় এটিএম পরিষেবা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এ বার ঝাড়গ্রাম শাখাতেও এটিএম চালু হল। আগামী কয়েক মাসের মধ্যেই ঝাড়গ্রাম মহকুমার শিলদা ও গোপীবল্লভপুর শাখায় এটিএম পরিষেবা চালু করা হবে। ঝাড়গ্রামে এই ব্যাঙ্কের দু’টি শাখা রয়েছে। একটি দিবা শাখা (সকাল ১০টা থেকে বিকাল ৪টা) ও অন্যটি সান্ধ্য শাখা (বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা)। ঝাড়গ্রামের দু’টি শাখার মোট গ্রাহক সংখ্যা প্রায় ৩৩ হাজার।
ষাটের দশকে তিনটি সমবায় ব্যাঙ্ক সংযুক্ত হয়ে একটি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক হিসেবে আত্মপ্রকাশ করে। পরে সত্তরের দশকে ব্যাঙ্কের নামকরণ হয় ‘বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড’। দুই মেদিনীপুরে এই ব্যাঙ্কের ৩৮ টি শাখা রয়েছে। মূলত, সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাধ্যমে অল্প সুদে কৃষি ঋণ দেওয়া ও অকৃষি সমবায় ঋণদান সমিতির মাধ্যমে চাকরিজীবীদের দুর্ঘটনা বিমা-সহ সাধারণ সুদে ঋণ দেয় এই ব্যাঙ্ক। এ ছাড়া সীমিত ক্ষেত্রে ব্যক্তিগত ঋণও দেওয়া হয়। পুরপ্রধান দুর্গেশ মল্লদেবের কথায়, জঙ্গলমহলের গ্রামীণ অর্থনীতিতে এই ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।