এক দিন আগে বদল পরীক্ষাকেন্দ্র, সমস্যা

উচ্চ মাধ্যমিক শুরুর এক দিন আগে পরীক্ষা কেন্দ্র বদলে বিস্মিত পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা। আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের পরীক্ষা। কাঁথি মডেল ইনস্টিটিউশনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরদের পরীক্ষা কেন্দ্র পড়েছিল কাঁথি টাউন রাখালচন্দ্র বিদ্যাাপীঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৫ ০০:২০
Share:

উচ্চ মাধ্যমিক শুরুর এক দিন আগে পরীক্ষা কেন্দ্র বদলে বিস্মিত পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা। আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের পরীক্ষা। কাঁথি মডেল ইনস্টিটিউশনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরদের পরীক্ষা কেন্দ্র পড়েছিল কাঁথি টাউন রাখালচন্দ্র বিদ্যাাপীঠে। হঠাত্‌ বুধবার স্থানীয় একটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়, মডেল ইনস্টিটিউশনের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন হয়েছে। রাখালচন্দ্র বিদ্যাপীঠের পরিবর্তে ওই স্কুলের পুরনো ও নতুন দুই সিলেবাসের পরীক্ষার্থীদের নতুন পরীক্ষাকেন্দ্র হিসেবে কাঁথির কিশোরনগর শচীন্দ্র শিক্ষাসদনের নাম ঘোষণা করা হয়।

Advertisement

আচমকা পরীক্ষাকেন্দ্র বদল হওয়ায় অবাক মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সিদ্ধার্থশঙ্কর কর। তাঁর বক্তব্য, “পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য অভিভাবকরা আগে থেকেই রিকশা, গাড়ি ইত্যাদি যানবাহনের ব্যবস্থা করে থাকেন। একদিন আগে কেন্দ্র বদল হওয়ায় তাঁদের আবার সবকিছু নতুন করে করতে হবে। তাছাড়াও পরীক্ষা শুরুর আগে প্রত্যেক পরীক্ষার্থীর একটা মানসিক প্রস্তুতি থাকে। হঠাত্‌ কেন্দ্র বদল হলে পরীক্ষার্থীদের মধ্যেও প্রভাব পড়ার সম্ভাবনা থাকে।” কাঁথির বাসিন্দা পেশায় শিক্ষক এক অভিভাবক স্বপন মাল বলেন, “গত মঙ্গলবার বিকেলে মহকুমাশাসকের অফিস থেকে ফোন করে আমাকে পরীক্ষাকেন্দ্র বদলের কথা জানানো হয়। এ ভাবে শেষ মুহূর্তে কেন্দ্র বদলানোয় পরীক্ষার্থীদের উপরও তার প্রভাব পড়বে।” একই বক্তব্য আর এক অভিভাবিকা কেকা করণেরও।

পরীক্ষাকেন্দ্র বদল প্রসঙ্গে কাঁথি-১ (৩১১০)-এর সেন্টার সেক্রেটারি উত্তমকুমার মণ্ডল জানান, রাখালচন্দ্র বিদ্যাপীঠে মডেল ইনস্টিটিউশনের পরীক্ষার্থীদের বসার জায়গার সঙ্কুলান না হওয়ার জন্যই কেন্দ্র বদল করা হয়েছে। কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারীর অভিযোগ, “রাখাল বিদ্যাপীঠে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেন তা না জেনেই পরীক্ষাকেন্দ্র হিসেবে ঘোষণা করা হল। তারপরে ফের পরীক্ষাকেন্দ্র বদল করা হল। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

Advertisement

প্রশ্ন উঠছে, স্কুলে কতজন পরীক্ষার্থী বসতে পারে তা না জেনেই কেন রাখালচন্দ্র বিদ্যাপীঠকে কেন্দ্র হিসেবে ঠিক করা হল? উত্তরে উত্তমবাবু বলেন, ওই স্কুল এ বিষয়ে আগে কিছু জানায়নি। পরে স্কুল কর্তৃপক্ষ জানান, তাঁদের স্কুলে বেশি পরীক্ষার্থীদের বসার জায়গা করা যাবে না। তখন মডেল ইনস্টিটিউশনের পরীক্ষাকেন্দ্র বদল করা হয়। যদিও রাখালচন্দ্র বিদ্যাপীঠে অন্য সব স্কুলের পরীক্ষাকেন্দ্র একই থাকছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া ছাড়াও ওই স্কুলের সকল পরীক্ষার্থীকেও আলাদা করে কেন্দ্র বদলের খবর জানানো হয়েছে।

দেহ উদ্ধার। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিকৃত দেহ উদ্ধার হল মহিষাদলে। বৃহস্পতিবার সকালে মহিষাদলের গেওঁখালিতে রূপনারায়ণ নদী থেকে পুলিশ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। এ দিন গেঁওখালি-গাদিয়াড়া রুটের লঞ্চ ঘাটের কাছে রূপনারায়ণে বছর চল্লিশেক বয়সের ওই ব্যক্তির দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে, মৃতদেহটি ময়না-তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জোয়ারের জলেই ওই মৃতদেহ ভেসে এসেছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন