কোলাঘাট

এক রাতে দু’টি মন্দিরে চুরি লক্ষাধিক টাকার গয়না

একই রাতে পাশাপাশি দু’টি গ্রামের কালী মন্দিরের দরজার তালা ভেঙে প্রতিমার গয়না ও নগদ মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনা ঘটল কোলাঘাটে। বৃহস্পতিবার রাতে কোলাঘাট থানার পয়াগ ও ক্ষেত্রহাট গ্রামের ঘটনা। শুক্রবার সকালে মন্দিরে চুরির ঘটনা নজরে আসার পরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১৫
Share:

একই রাতে পাশাপাশি দু’টি গ্রামের কালী মন্দিরের দরজার তালা ভেঙে প্রতিমার গয়না ও নগদ মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনা ঘটল কোলাঘাটে। বৃহস্পতিবার রাতে কোলাঘাট থানার পয়াগ ও ক্ষেত্রহাট গ্রামের ঘটনা। শুক্রবার সকালে মন্দিরে চুরির ঘটনা নজরে আসার পরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোলাঘাট থানার অফিস থেকে প্রায় চার কিলোমিটার দূরে ৬ নম্বর জাতীয় সড়কে দেউলিয়া বাজার থেকে খন্যাডিহিগামী গ্রামীণ পাকা সড়কের ধারে পয়াগ গ্রামের হাটের কাছে অবস্থিত ওই কালীমন্দির দীর্ঘদিনের। ওই একই রাস্তায় আরও এক কিলোমিটার দূরত্বে পাশের ক্ষেত্রহাট গ্রামের হাইস্কুলের কাছে রয়েছে গ্রামের কালীমন্দির। বৃহস্পতিবার রাতে ওই দুই মন্দিরেই দুষ্কৃতীরা হানা দিয়ে মন্দিরের লোহার গ্রিলের দরজার তালা ভেঙে প্রতিমার সোনা-রুপোর বিভিন্ন গয়না ও প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। পয়াগ গ্রামের কালীমন্দিরের সেবাইত শ্যামল বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “অন্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় কালীমন্দিরে পুজোর পর মন্দিরের দরজায় তালা লাগিয়ে বাড়ি চলে যাই। শুক্রবার সকালে এলাকাবাসীদের কাছে খবর পেয়ে এসে দেখতে পাই, মন্দিরের দরজা খোলা রয়েছে।” তাঁর আরও অভিযোগ, “মন্দিরের ভিতরে প্রতিমার গায়ে থাকা বিভিন্ন সোনা-রুপোর কোনও গয়না নেই।” সবমিলিয়ে প্রায় ৩০ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।

পয়াগ গ্রামের বাসিন্দারা জানান, কালীমন্দিরে প্রতিমার গয়না চুরি করা ছাড়াও গ্রামের শিব ও শীতলা মন্দিরের দরজার তালাও ভাঙা অবস্থায় রয়েছে। যদিও সেখানে কিছু চুরি হয়নি। ওই দু’টি মন্দিরেও দুষ্কৃতীরা চুরির চেষ্টা করেছিল বলে অনুমান করা হচ্ছে। পয়াগ গ্রামের পাশের ক্ষেত্রহাট গ্রামের কালীমন্দিরেও এ দিন রাতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে কালীমন্দিরের লোহার গ্রিলের দরজার তালা ভেঙে কালী প্রতিমার গায়ে থাকা বিভিন্ন সোনা-রুপোর গয়না ও প্রণামী বাক্স ভেঙে নগদ বেশ কয়েক হাজার টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। সবমিলিয়ে ওই মন্দিরের প্রায় ৭০ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে বলে দাবি।

Advertisement

পুলিশের অনুমান, ওই দু’টি মন্দিরে চুরির ঘটনায় একই দুষ্কৃতীরা জড়িত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে এলাকায় পুলিশি টহলদারি চোখে পড়ে না। না হলে এ ভাবে একই এলাকায় দু’টি মন্দিরে চুরির ঘটনার পরও দুষ্কৃতীরা পালাতে পারত না। অবিলম্বে জাতীয় সড়ক লাগোয়া গ্রামনগুলিতে পুলিশের টহলদাবি বাড়ানোর দাবি স্থানীয়দের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন