আইআইটি-র সামনে বিজেপির অবস্থান
আইআইটিতে অন্য রাজনৈতিক দলের লোকেরা ঠিকা কর্মী হিসেবে কাজ করার সুযোগ পেলেও বিজেপি কর্মীদের তা থেকে বঞ্চিত করা হচ্ছে- এই অভিযোগ তুলে অবস্থান-বিক্ষোভে বসল বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর মোর্চা। সোমবার খড়্গপুর আইআইটির প্রবেশদ্বার পুরীগেটে অবস্থানে সামিল হন সংগঠনের নেতা-কর্মীরা। ছিলেন সংগঠনের জেলা সভানেত্রী রিনা সিংহ, বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়, জাতীয় কমিশনের সদস্য প্রদীপ পট্টনায়েক, শহর সম্পাদক সুমন্ত বিশ্বাস। তাঁদের অভিযোগ, আইআইটিতে ঠিকা শ্রমিক ও কর্মী নিয়োগে অন্য রাজনৈতিক দলগুলি ‘সিন্ডিকেট’ গড়েছে। ফলে, সেখানে বিজেপির কোনও কর্মী সুযোগ পাচ্ছেন না। আইআইটি কর্তৃপক্ষ ব্যবস্থা নেননি বলেও অভিযোগ। এ দিন অবশ্য আইআইটি কর্তৃপক্ষ আলোচনার আশ্বাস দিলে অবস্থান উঠে যায়।
আইআইটি’র বিভিন্ন হল (হস্টেল) পরিচালনার দায়িত্ব ঠিকাদার সংস্থাকে দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী, ঠিকা সংস্থাই কর্মী ও শ্রমিক নিয়োগ করবেন। বিজেপির অভিযোগ, আইআইটিতে তৃণমূল, সিপিএম, সিপিআই, কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ‘সিন্ডিকেট’ গড়ে ঠিকা কর্মী নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা নিজেদের পছন্দের কর্মীকে কাজের সুযোগ করে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে তৃণমূলেরই একাধিক গোষ্ঠী কর্মী নিয়োগের কাজ চালাচ্ছে বলে অভিযোগ। জেলা ভারতীয় মজদুর মোর্চার সভানেত্রী রিনা সিংহ বলেন, “সিন্ডিকেট ব্যবস্থা বন্ধ হওয়া প্রয়োজন। কিন্তু আইআইটি কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছেন না। যদি সব দলের লোককে কাজের সুযোগ দেওয়া হয়, তবে আমরা বঞ্চিত থাকব কেন?” আইআইটি’র রেজিস্ট্রার তপনকুমার ঘোষাল বলেন, “এটা ঠিকাদারের বিষয়। তবে আমাদের সঙ্গে ঠিকাদারের যে চুক্তি, তাতে রাজনৈতিকভাবে কর্মী নিয়োগ ঠিক নয়। কিন্তু ঠিকাদার সংস্থাগুলি এভাবে নিয়োগের বিষয়টি অস্বীকার করেছে। আমরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবো বলে জানিয়েছি।”