কোন্দল রুখতে বৈঠকের সিদ্ধান্ত

সভাপতি বদলের পর দলকে চাঙ্গা করতে প্রতিটি এলাকায় কর্মিসভা ও মিছিলের সিদ্ধান্ত নিলেন গড়বেতা-১ ব্লক তৃণমূল। দলের একটি সূত্রে খবর, মূলত কোন্দল ঠেকিয়ে বিধানসভা ভোটের আগে দলকে মজবুত করার উদ্দেশেই এই সিদ্ধান্ত। মঙ্গলবারই চমকাইতলা, আগরা ও ধাদিকায় স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেছেন ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ ও জেলা নেতা অসীম ওঝা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৫ ০১:১৩
Share:

সভাপতি বদলের পর দলকে চাঙ্গা করতে প্রতিটি এলাকায় কর্মিসভা ও মিছিলের সিদ্ধান্ত নিলেন গড়বেতা-১ ব্লক তৃণমূল। দলের একটি সূত্রে খবর, মূলত কোন্দল ঠেকিয়ে বিধানসভা ভোটের আগে দলকে মজবুত করার উদ্দেশেই এই সিদ্ধান্ত। মঙ্গলবারই চমকাইতলা, আগরা ও ধাদিকায় স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেছেন ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ ও জেলা নেতা অসীম ওঝা।

Advertisement

বুধবারও বৈঠক হয়েছে রাধানগরে। ব্লক সভাপতি বলেন, “ব্লকের প্রতিটি এলাকা ধরে ধরে আমরা মিটিং ও মিছিল করতে চাইছি। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এলাকায় শান্তি ফেরানো ও দলকে মজবুত করা আমাদের প্রধান লক্ষ্য।”

একাধিকবার নানা কোন্দলের জেরে উত্তপ্ত হয়েছে গড়বেতা। কখনও পাথর খাদানকে কেন্দ্র করে মারামারি, তা নিয়ে সংঘর্ষের জেরে মৃত্যু। আবার কখনও পুজোকে কেন্দ্র করে বিবাদ। তারই জেরে পূর্বতন ব্লক সভাপতি দিলীপ পালকে সরিয়ে দেওয়া হয়। দলের নতুন ব্লক সভাপতি হন গড়বেতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেবাব্রত ঘোষ। দলের নেতা অসীম ওঝার কথায়, “আমরা কোনও গোষ্ঠী রাজনীতিকে প্রশ্রয় দেব না। তাই প্রতিটি এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছি, মিটিং করছি।” দলের এক সূত্রে জানা গিয়েছে, মানুষের মন বুঝতে, মানুষের ক্ষোভের কথা জানতে পঞ্চায়েত থেকে বুথ স্তর পর্যন্ত গিয়ে মিটিংয়ের সিদ্ধান্ত ব্লক নেতৃত্বের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন