কোলাঘাটে টিএমসিপি সমর্থকদের সংঘর্ষ

কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে ফেরার পথে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় ও পশ্চিম মেদিনীপুরের কেশপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় জখম হয়েছেন ১৫ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ০০:২৭
Share:

কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে ফেরার পথে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় ও পশ্চিম মেদিনীপুরের কেশপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় জখম হয়েছেন ১৫ জন। শুক্রবার রাতে কোলাঘাট থানার হলদিয়া মোড়ের কাছে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে এই গোলমালের সময় একটি বাসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আহতদের চিকিৎসার জন্য মেচেদার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশে এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে শুক্রবার কলকাতায় সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা। বাড়ি ফেরার পথে দুটি বাসের রেষারেষির সময় একটি বাসে থাকা হলদিয়ার চৈতন্যপুরের বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশে অন্য একটি বাসে থাকা কেশপুর কলেজের ছাত্ররা কটূক্তি করছিল বলে অভিযোগ। এ নিয়ে প্রথমে হাওড়ার বাগনান এলাকায় ওই দুই কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে একদফা বচসা বাধে বলে অভিযোগ। এরপর কোলাঘাটের হলদিয়া মোড়ের কাছে ফের ওই কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে গোলমাল ও সংঘর্ষ হয় বলে অভিযোগ। টিএমসিপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি রমাপ্রসাদ গিরির অবশ্য বক্তব্য, ‘‘দুই কলেজের ছাত্রদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু তা মিটে গিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement