ক্লাস বয়কট পড়ুয়াদের

ছাদের চাঙড় খসে পড়ার পাশাপাশি বৃষ্টি হলে ছাদ চুইয়ে জল পড়ছে শ্রেণিকক্ষ থেকে শুরু করে গ্রন্থাগারে। বারবার জানিয়েও কাজ না হওয়ায় ছাত্রছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বয়কট শুরু করলেন। শুক্রবার হলদিয়া গভর্মেন্ট কলেজের ঘটনা। শুক্রবার দুটি ক্লাস করার পর শুরু হয় আন্দোলন।

Advertisement
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০১:২৯
Share:

ছাদের চাঙড় খসে পড়ার পাশাপাশি বৃষ্টি হলে ছাদ চুইয়ে জল পড়ছে শ্রেণিকক্ষ থেকে শুরু করে গ্রন্থাগারে। বারবার জানিয়েও কাজ না হওয়ায় ছাত্রছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বয়কট শুরু করলেন। শুক্রবার হলদিয়া গভর্মেন্ট কলেজের ঘটনা। শুক্রবার দুটি ক্লাস করার পর শুরু হয় আন্দোলন। কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শেখ আজাদ বলেন, ‘‘ কলেজের বেশ কয়েকটি শ্রেণিকক্ষে বৃষ্টি হলেই ছাদ চুইয়ে জল পড়ে। কলেজের পাঁচিল নেই। ক্লাস ঠিকমত হয় না। বহু বার এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তার প্রতিবাদেই আন্দোলন।’’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিযূষকান্তি ত্রিপাঠির কথায়, ‘‘দোতলার সমস্ত ছাদ নতুন করে তৈরি করার জন্য উচ্চ শিক্ষাদফতরে আমরা ৪৬ লক্ষ টাকার প্রকল্প জমা দিয়েছি। খুব শীঘ্রই তা অনুমোদন হবে। ক্লাস বয়কট তুলে নেওয়ার জন্য আমরা ছাত্রছাত্রীদের কাছ অনুরোধ করেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement