কলেজের নতুন ভবন উদ্বোধন

পাঁশকুড়ার শ্যামসুন্দর পাটনায় সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হল মঙ্গলবার। এদিন কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। কলেজের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আশিসবাবু বলেন, ‘‘বর্তমান সরকার আসার পরে রাজ্যে শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৫ ০০:৩৯
Share:

উদ্বোধনে শিক্ষা প্রতিমন্ত্রী। —নিজস্ব চিত্র।

পাঁশকুড়ার শ্যামসুন্দর পাটনায় সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হল মঙ্গলবার। এদিন কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। কলেজের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আশিসবাবু বলেন, ‘‘বর্তমান সরকার আসার পরে রাজ্যে শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। গত চার বছরে রাজ্যে ১৩ টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।’’

Advertisement

রাজ্যের কলেজগুলিতে স্থায়ী শিক্ষকের অভাবের সমস্যার প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী এদিন বলেন, ‘‘প্রায় চার বছর ধরে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ চালু ছিল না। ফলে কলেজগুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ হচ্ছিল না। অনেক কলেজে অধ্যক্ষ ছিল না। গত বছর কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ চালু হয়েছে।’’ অনুষ্ঠানে ছিলেন কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, পাঁশকুড়ার প্রাক্তন বিধায়ক চিত্তদাস ঠাকুর, পাঁশকুড়ার উপ-পুরপ্রধান নন্দকুমার মিশ্র, বিডিও অরুণাভ পাল প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement