খেলা শুরু আজ, যুবদের সুযোগ দিতে নতুন নিয়ম

ফুটবল দলে অন্তত এক জন অনুর্ধ্ব ১৯ বছর বয়সী খেলোয়াড় রাখতে হবে। মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথম বিভাগীয় ফুটবল লিগে এ বার এই নতুন নিয়ম চালু হতে চলেছে। ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল মরসুমের মধ্যেই আজ, মঙ্গলবার থেকে চালু হচ্ছে মহকুমা ফুটবল লিগের দ্বিতীয় বিভাগীয় খেলাগুলি। আর নতুন নিয়ম মেনে প্রথম বিভাগীয় ফুটবল লিগ শুরু হবে আগামী ১৫ জুলাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৪ ০০:৫০
Share:

মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে লিগের খেলা। - ফাইল চিত্র।

ফুটবল দলে অন্তত এক জন অনুর্ধ্ব ১৯ বছর বয়সী খেলোয়াড় রাখতে হবে। মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথম বিভাগীয় ফুটবল লিগে এ বার এই নতুন নিয়ম চালু হতে চলেছে।

Advertisement

ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল মরসুমের মধ্যেই আজ, মঙ্গলবার থেকে চালু হচ্ছে মহকুমা ফুটবল লিগের দ্বিতীয় বিভাগীয় খেলাগুলি। আর নতুন নিয়ম মেনে প্রথম বিভাগীয় ফুটবল লিগ শুরু হবে আগামী ১৫ জুলাই। নতুন নিয়মে বলা হয়েছে, ১১ জনের দলে অন্তত এক জন অনুর্ধ্ব ১৯ বছরের খেলোয়াড়কে রাখতেই হবে। অন্যথায় ১১ জনের বদলে ১০ জনে খেলতে হবে। নতুন এই নিয়ম চালুর ফলে তরুণ খেলোয়াড়রা আরও উৎসাহিত হবেন বলেই মনে করছে ক্রীড়ামহল। মহকুমা ক্রীড়া সংস্থার অন্যতম যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ বলেন, “এ বার থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। প্রথম বিভাগীয় ফুটবল লিগে যে সব দল অংশগ্রহণ করবে, তাদের এই নিয়মের কথা জানিয়েও দেওয়া হয়েছে। তরুণ খেলোয়াড়দের উৎসাহ দিতেই দলে অন্তত একজন অনুর্ধ্ব ১৯ বয়সী খেলোয়াড় রাখার কথা বলা হয়েছে।”

নতুন এই নিয়ম চালু হওয়ায় জাতীয় রেফারি ইন্দ্রজিৎ পানিগ্রাহীর কথায়, “ফুটবলের প্রসার ঘটাতে তরুণদের সুযোগ দিতেই হবে। জেলায় বহু তরুণ প্রতিভাবান ফুটবলার রয়েছেন। সুযোগ পেলে তাঁরা নিজেদের সেরাটা তুলে ধরতে পারেন। মহকুমা ক্রীড়া সংস্থা এই নিয়ম চালু করার ফলে প্রথম বিভাগীয় লিগের দলগুলোতে অন্তত একজন অনুর্ধ্ব ১৯ বয়সী ফুটবলার দেখা যাবে। যিনি খেলার পুরো সময়ই মাঠের মধ্যে থাকবেন।” তিনি বলেন, “আইএফএ-ও চাইছে, জেলা লিগে তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া হোক। এ বার অন্তত একজন অনুর্ধ্ব ১৯ ফুটবলার থাকবেন। পরে একই দলে একাধিক অনুর্ধ্ব ১৯ ফুটবলার রাখার নিয়ম চালু হতে পারে।”

Advertisement

লিগের খেলাগুলো হবে মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়াম ও শালবনি স্টেডিয়ামে। দ্বিতীয় বিভাগীয় ফুটবল লিগে আগে কখনও ১৬টি, কখনও ২৪টি দল যোগ দিয়েছে। এ বার সেখানে ৩৬টি দল যোগ দেবে। সব মিলিয়ে ৬টি গ্রুপ। এক-একটি গ্রুপে ৬টি করে দল রয়েছে। প্রথম বিভাগীয় লিগে অবশ্য দলের সংখ্যা নির্দিষ্ট, ৬টি। দলগুলো হল স্পোম্যান রিক্রিয়েশন ক্লাব, মেদিনীপুর স্পোর্টিং ক্লাব, স্যান্টাফোকিয়া অ্যাথলেটিক ক্লাব, ক্ষুদিরামনগর সুভাষ কর্নার ক্লাব, পুলিশ অ্যাথলেটিক ক্লাব এবং ট্যাঙ্গাশোল শ্রীদাম একাদশ। প্রথম বিভাগীয় খেলা হবে লিগের মাধ্যমে। দ্বিতীয় বিভাগীয় খেলা হবে লিগ কাম নক-আউটের মাধ্যমে। এ সব মিলিয়ে ২৩ দফা নিয়মাবলী পাঠানো হয়েছে দলগুলোর কাছে। জানানো হয়েছে, কোনও দলের ৪ বা ততোধিক খেলোয়াড় জেলা দলের প্রতিনিধিত্ব করলে সেই দলের খেলা বন্ধ থাকবে। প্রথম বিভাগীয় দলগুলো সর্বাধিক ৫ জন জেলার বহিরাগত খেলোয়াড় রাখতে পারবে। তার বেশি নয়। একটি খেলায় সর্বাধিক ৩ জন খেলোয়াড় পরিবর্তন করা যাবে। অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায় সর্বাধিক ৭ জন খেলোয়াড়ের নাম রাখা যেতে পারে। লিগে বিজয়ী দল ৩ পয়েন্ট পাবে। অমীমাংসিত খেলায় উভয় দল ১ পয়েন্ট করে পাবে। বিজিত দল কোনও পয়েন্ট পাবে না। খেলা চলাকালীন অনভিপ্রেত ঘটনা এড়াতে রিজার্ভ বেঞ্চে কারা থাকবেন, তা-ও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে উদ্যোগী সংস্থা। বলা হয়েছে, রির্জাভ বেঞ্চে দল পিছু ৭ জন অতিরিক্ত খেলোয়াড় থাকবেন এবং কোচ-ম্যানেজার-সহ কর্মকর্তা থাকবেন ৫ জন। অর্থাৎ সব মিলিয়ে ১২ জন বসতে পারবেন, তার বেশি নয়। ইতিমধ্যে মহকুমা লিগের প্রস্তুতিও পুরোদমে শুরু হয়ে গিয়েছে। মহকুমা ক্রীড়া সংস্থার অন্যতম যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই বলেন, “সুষ্ঠু ভাবে লিগের খেলাগুলো করতে সমস্ত আয়োজনই করা হচ্ছে। আশা করি, এ বারও দর্শকেরা খেলা দেখতে ভিড় করবেন। ফুটবলারদের উৎসাহ দেবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন