ছাত্রকে মারের অভিযোগ

তমলুক কলেজের বহিষ্কৃত তৃণমূল ছাত্রপরিষদ নেতা সৌমেন চক্রবর্তীর এক অনুগামীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ শুক্রবার দুপুরে পল্লব বন্দোপাধ্যায় নামে সৌমেন চক্রবর্তীর এক অনুগামী ছাত্র নেতা তমলুক কলেজে আসছিলেন। ওই সময় তমলুক শহরের লালদীঘির পাড় এলাকায় তৃণমূল ছাত্রপরিষদের ক্ষমতাসীন গোষ্ঠীর এক কর্মী তাকে মারধর করে বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০০:০৩
Share:

তমলুক কলেজের বহিষ্কৃত তৃণমূল ছাত্রপরিষদ নেতা সৌমেন চক্রবর্তীর এক অনুগামীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ শুক্রবার দুপুরে পল্লব বন্দোপাধ্যায় নামে সৌমেন চক্রবর্তীর এক অনুগামী ছাত্র নেতা তমলুক কলেজে আসছিলেন। ওই সময় তমলুক শহরের লালদীঘির পাড় এলাকায় তৃণমূল ছাত্রপরিষদের ক্ষমতাসীন গোষ্ঠীর এক কর্মী তাকে মারধর করে বলে অভিযোগ। পল্লবকে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে চিকিতসা করানো হয়েছে। তাছাড়াও পল্লব একজনের বিরুদ্ধে তমলুক থানায় লিখিত অভিযোগ করেছেন। বহিষ্কৃত তৃণমূল ছাত্র পরিষদ নেতা সৌমেন চক্রবর্তীর কথায়, ‘‘যারা তমলুক কলেেজ জোর করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা হতে চাইছেন তারা আমাদের একজন ছাত্রকে নেতাকে মারধর করেছে। আমরা থানায় অভিযোগ করেছি।’’ জেলা তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি দীপক দাস বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ভিত্তিহীন। সৌমেন চক্রবর্তীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ওর কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement