জঙ্গলমহলে চালু নতুন ৪টি সরকারি কলেজ

চলতি শিক্ষাবর্ষে নতুন চারটি সরকারি কলেজ চালু হতে চলেছে পশ্চিম মেদিনীপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী লালগড়, শালবনি ও নয়াগ্রামে তিনটি নতুন কলেজ চালু হচ্ছে। ঝাড়গ্রাম রাজ কলেজেও চালু হচ্ছে নতুন মহিলা বিভাগ। চারটি কলেজেই স্নাতকস্তরে কলাবিভাগে ভর্তির ফর্ম বিলি শুরু হয়েছে। ঠিক একমাস পরে, আগামী ১০ জুলাই থেকে পঠনপাঠন শুরু হবে।

Advertisement

কিংশুক গুপ্ত

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১০ জুন ২০১৪ ০১:০৩
Share:

ঝাড়গ্রাম রাজ কলেজের নতুন মহিলা বিভাগ। দেবরাজ ঘোষ।

চলতি শিক্ষাবর্ষে নতুন চারটি সরকারি কলেজ চালু হতে চলেছে পশ্চিম মেদিনীপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী লালগড়, শালবনি ও নয়াগ্রামে তিনটি নতুন কলেজ চালু হচ্ছে। ঝাড়গ্রাম রাজ কলেজেও চালু হচ্ছে নতুন মহিলা বিভাগ। চারটি কলেজেই স্নাতকস্তরে কলাবিভাগে ভর্তির ফর্ম বিলি শুরু হয়েছে। ঠিক একমাস পরে, আগামী ১০ জুলাই থেকে পঠনপাঠন শুরু হবে।

Advertisement

আপাতত ওই চারটি কলেজে একজন করে অফিসার ইন-চার্জ নিয়োগ করা হয়েছে। প্রত্যেকেই ঝাড়গ্রাম রাজ কলেজের শিক্ষক। কলেজগুলিতে অস্থায়ী ভাবে এসেছেন চারজন করে অস্থায়ী কর্মীও। তাঁরা সকলে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চলাচ্ছেন। রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাইচাঁদ মাসান্তকে রাজ কলেজের নতুন মহিলা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন চারটি কলেজের নোডাল অফিসারের দায়িত্বেও রয়েছেন নিমাইচাঁদবাবু। শিক্ষা দফতর সূত্রের খবর, নতুন কলেজগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চলছে। শীঘ্রই তাঁদের নিয়োগ করা হবে।

এত দিন পশ্চিম মেদিনীপুরের একমাত্র সরকারি কলেজ ছিল ঝাড়গ্রাম রাজ কলেজ। রাজ্যে পালাবদলের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের শিক্ষার প্রসারে ওই চারটি কলেজ চালু করার কথা ঘোষণা করেছিলেন। এরপরে জমি ঠিক করে টেন্ডার ডেকে কলেজ ভবনগুলি তৈরির কাজ শুরু হয় ২০১২ সালের গোড়ায়। চারটি কলেজ ভবনের মধ্যে তিনটির কাজ একেবারে শেষ। কেবলমাত্র লালগড় কলেজের দোতলাটির বেশ কিছু কাজ এখনও বাকি রয়েছে। পূর্ত দফতরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ডিভিশনের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার বীরেন্দ্রনাথ দে অবশ্য বলেন, “লালগড় কলেজের দোতলাটির কাজ মাসখানেকের মধ্যেই শেষ করার চেষ্টা হচ্ছে।”

Advertisement

নতুন চারটি কলেজের প্রতিটিতেই শুধু মাত্র কলা বিভাগ চালু হচ্ছে। কলেজগুলিতে সাতটি বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শনশাস্ত্রএই পাঁচটি বিষয়ে অনার্স পড়া যাবে। অনার্সের পাস কম্বিনেশন হিসেবে সমাজবিদ্যা ও সাঁওতালি এই দু’টি বিষয়ও পড়া যাবে। প্রতিটি অনার্স কোর্সের আসন সংখ্যা ৪০। হিসেব মতো নতুন চারটি কলেজের প্রতিটিতে দু’শো জন পড়ুয়া ভর্তি হতে পারবে। রাজ কলেজের মহিলা বিভাগটি বাদে লালগড়, শালবনি ও নয়াগ্রাম কলেজে ছাত্র ও ছাত্রী উভয়েই একসঙ্গে পড়তে পারবে।

জেলার সরকারি কলেজ সমূহের নোডাল অফিসার তথা ঝাড়গ্রাম রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাইচাঁদ মাসান্ত বলেন, “জঙ্গলমহলে চারটি নতুন সরকারি কলেজে চালু হওয়ার ফলে জঙ্গলমহলের শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটতে চলেছে। কলেজগুলিতে ভর্তির জন্য সোমবার থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত ফর্ম দেওয়া হবে।” নিমাইচাঁদবাবু জানান, নতুন কলেজগুলির ফর্মের দাম কম রাখা হয়েছে। ঝাড়গ্রাম রাজ কলেজে ফর্মের দাম ৬০ টাকা। কিন্তু নতুন চারটি কলেজে ফর্মের দাম ৫০ টাকা নেওয়া হচ্ছে। চারটি কলেজেই আগামী ১০ জুলাই থেকে পঠনপাঠন শুরু হওয়ার কথা।

শিক্ষা দফতর সূত্রের খবর, পিএসসি’র মাধ্যমে ওই চারটি কলেজে নতুন শিক্ষক নিয়োগ করা হবে। আপাতত রাজ্যের অন্য সরকারি কলেজ থেকে কিছু শিক্ষককে ওই চারটি কলেজে বদলি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন