থিমের ছড়াছড়ি ঘাটালের পুজোয়

বন্যার ভ্রূকুটি থেকে এ বার রেহাই মিলেছে। ভাসেনি ঘাটাল। শারদোৎসবে তাই মহকুমা জুড়েই আনন্দের জোয়ার। সাবেক পুজোর পাশাপাশি রয়েছে থিমের ছড়াছড়ি। কোথাও লন্ডন ব্রিজ, কোথাও ফুটবল বিশ্বকাপ, আবার কোথাও গিরগিটি, কচ্ছপ থেকে আফ্রিকার ব্যাঙ।

Advertisement

অভিজিৎ চক্রবর্তী

ঘাটাল শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৪ ০০:৩৭
Share:

বন্যার ভ্রূকুটি থেকে এ বার রেহাই মিলেছে। ভাসেনি ঘাটাল। শারদোৎসবে তাই মহকুমা জুড়েই আনন্দের জোয়ার। সাবেক পুজোর পাশাপাশি রয়েছে থিমের ছড়াছড়ি। কোথাও লন্ডন ব্রিজ, কোথাও ফুটবল বিশ্বকাপ, আবার কোথাও গিরগিটি, কচ্ছপ থেকে আফ্রিকার ব্যাঙ।

Advertisement

দাসপুরের চাঁইপাট স্কুলমাঠে টেমস নদীর উপরে লন্ডন ব্রিজের আদলে মণ্ডপ গড়ে দর্শকদের মন কেড়েছেন উদ্যোক্তারা। পঞ্চমী থেকেই লাইন দিচ্ছেন দর্শনার্থীরা। দাসপুরের পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব এ বার ইতালির মিলান শহরের ক্যাথিড্রাল চার্চের আদলে জমকালো মণ্ডপ গড়ে সাড়া ফেলে দিয়েছে। ফাইবার গ্লাস, বোর্ড, থার্মোকল দিয়ে তৈরি হয়েছে ৬০ ফুটের মণ্ডপ। ক্লাবের তরফে প্রসেনজিৎ মূলা, নির্মল পালধীদের বক্তব্য, “মানুষই যে সব, এই চিন্তা থেকেই আমরা এ বার মণ্ডপ তৈরি করেছি।”

ঘাটালের শ্রীপুর নিউ ইউং স্টার ক্লাবের মণ্ডপ আবার দেড়শো ফুট লম্বার একটি গিরগিটি। ঘাটালেরই মনসাতলায় পুজো মণ্ডপে উঠে এসেছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ছবি। দেখানো হয়েছে যাত্রীদের উদ্ধারকাজে নেমেছে একাধিক হেলিকপ্টার। ঘাটাল শহরের ১৭-র পল্লির পুজোর এ বার সুবর্ণ জয়ন্তী বর্ষ। মণ্ডপ বানানো হয়েছে ৭০ ফুট লম্বা আফ্রিকার একটি বিশেষ প্রজাতির ব্যাঙের আদলে। পুজো কমিটির তরফে দুলাল পতি জানালেন, এই পুজোর আর এক আকর্ষণ জীবন্ত দুর্গা। থাকছে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও। দীর্ঘগ্রাম ইয়ং ফ্রেন্ডস ক্লাবের থিম এ বার ফুটবল বিশ্বকাপ। চট, সানপ্যাক দিয়ে বানানো হয়েছে ৫০ ফুট উচ্চতার মণ্ডপ। সোনাখালি স্কুল মাঠে তৈরি হয়েছে পুষ্প মন্দির।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন