দেব ঝড়ে উড়ে যাবে বিরোধীরা, আশায় দল

আজ, শনিবার থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে প্রচার শুরু করছে তৃণমূল। ডেবরা ব্লক সভাপতি রতন দে বলেন, “দলনেত্রী যোগ্য প্রার্থী বেছেছেন, এ নিয়ে সংশয় নেই। যুবকর্মীদের মধ্যে দেবকে নিয়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচনে আমাদের সাফল্য নিশ্চিত।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৪ ০২:২৪
Share:

তারকার সমর্থনে দেওয়াল লিখন দাসপুরে।—নিজস্ব চিত্র।

আজ, শনিবার থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে প্রচার শুরু করছে তৃণমূল। ডেবরা ব্লক সভাপতি রতন দে বলেন, “দলনেত্রী যোগ্য প্রার্থী বেছেছেন, এ নিয়ে সংশয় নেই। যুবকর্মীদের মধ্যে দেবকে নিয়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচনে আমাদের সাফল্য নিশ্চিত।”

Advertisement

ডেবরা, সবং কিংবা পিংলা ব্লকে দেবকে নিয়ে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে বলে দাবি করছে তৃণমূল। অবস্থা দেখে ব্লক তৃণমূল সভাপতি গৌতম জানা বলেন, “যে ভাবে মুখে মুখে প্রচার হয়ে যাচ্ছে, তাতে নতুন করে আর প্রচারের প্রয়োজন নেই দেখছি!” তবে যাঁকে নিয়ে উন্মাদনা সেই দীপক এখন ছবির কাজে হায়দ্রাবাদে। কবে নির্বাচনী প্রচারে আসবেন তার ঠিক নেই। বস্তুত, ডেবরা ব্লকের কিছু অংশে সিপিএমের প্রভাব এখনও থাকলেও গত বিধানসভা থেকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। সবং ও পিংলা এলাকায় কংগ্রেস কিংবা সিপিএমের প্রভাব থাকলেও তৃণমূল নেতৃত্বের আশা, দেব-ঝড়ে বিরোধীরা এ বার ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন। সবং ব্লকে ইতিমধ্যেই দেবের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়েছে। চলছে দফায় দফায় বৈঠকও। নির্বচনের আগে দেবের ফ্লেক্স, কাটআউটে গোটা নির্বাচনী এলাকা ঢেকে যাবে বলে তৃণমূল কর্মীদের আশা।

রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে এমন উন্মাদনা তৈরি হওয়াকে আমল দিচ্ছেন না সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা। তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী। সন্তোষবাবু বলেন, “লড়াইটা যত না দেবের সঙ্গে, তার চেয়েও বেশি নীতির সঙ্গে। এটা নীতির লড়াই।” তাঁর কটাক্ষ, “দেবের জনপ্রিয়তা দিয়ে তো আর ঘাটালবাসীর

Advertisement

জ্বালা-যন্ত্রণা ঘুচবে না!” তাঁর পাল্টা বক্তব্য, “এমন লোককে চাই, যিনি লোকসভায় ঘাটালের সুবিধা-সমস্যার কথা তুলে ধরবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement