দেড় বছর পরে প্রথম জেলা সংসদ পশ্চিমে

জেলা পরিষদে তৃণমূল ক্ষমতায় আসার দেড় বছর পরে প্রথম জেলা সংসদ হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। আগামী সোমবার হবে এই সভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৫ ০০:৫৪
Share:

জেলা পরিষদে তৃণমূল ক্ষমতায় আসার দেড় বছর পরে প্রথম জেলা সংসদ হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। আগামী সোমবার হবে এই সভা।

Advertisement

২০১৩ সালের সেপ্টেম্বরে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ দখল করে তৃণমূল। নিয়মমতো প্রতি বছরে একটি সংসদ সভা হওয়ার কথা। তা হয়নি। বিরোধীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতে যেমন অধিকাংশ ক্ষেত্রেই সংসদ সভা হয় না, মানুষের মতামত অগ্রাহ্য করে খুশিমতো পরিকল্পনা করা হয়, জেলা পরিষদও তেমনই করছে। জেলা পরিষদে তৃণমূলের দল নেতা অজিত মাইতি বলেন, “আমরা যখন ক্ষমতা নিয়েছিলাম, জেলা পরিষদ তখন অগোছালো অবস্থায় ছিল। সব কিছু সামলাতে একটু সময় লেগে গিয়েছে। তবে আমরা উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি করি না। সকলের মতামত গুরুত্ব দিতেই জেলা সংসদের সভা ডাকা হয়েছে।” কংগ্রেসের জেলা পরিষদ সদস্য বিকাশ ভুঁইয়ার কথায়, “এই ধরনের সভা নিয়ম মেনে হলে অনেক সুবিধে হয়। সকলের মতামত নিয়ে উন্নয়ন পরিকল্পনা তৈরি করা যায়।” ত্রিস্তরীয় পঞ্চায়েতের রীতি মেনে প্রতিটি ক্ষেত্রেই সংসদের সভা ডাকা বাধ্যতামূলক। এই সভা থেকেই উঠে আসে নানা পরিকল্পনার কথা। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ— তিনটি স্তরে সভা করার নির্দিষ্ট নিয়মও রয়েছে। পঞ্চায়েতে যেমন প্রতিটি সংসদে সভা করে মানুষের দাবিদাওয়া জেনে প্রকল্প রিপোর্ট তৈরি করার কথা, তেমন জেলা পরিষদেও বিধায়ক, সাংসদ থেকে শুরু করে জেলার সব নির্বাচিত সদস্যদের আমন্ত্রণ জানানোর কথা। প্রত্যেকের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা তৈরির কথা। জেলা সংসদের সভায় পঞ্চায়েতে প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি থেকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা থাকেন। সেই সঙ্গে জেলার সব বিধায়ক ও সাংসদেরাও থাকেন। প্রত্যেক জনপ্রতিনিধির এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে। ফলে কোথায়, কী সমস্যা সহজেই সভায় উঠে আসার কথা।

দেহ উদ্ধার। এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করল সাঁইথিয়া রেলপুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। সাঁইথিয়া-বাতাসপুর রেল লাইনের পরিহারপুরের কাছে ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, এ দিন সকাল ডাউন লাইনে এক যুবকের মৃতদেহ পড়ে আছে খবর পেয়ে তাঁরা যায়। মৃতদেহটি উদ্ধার করে ময়না-তদন্ত করা হয়। পুলিশের অনুমান, সম্ভবত ডাউন হাওড়া-আজিমগঞ্জ গনদেবতা এক্সপ্রেস থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন