ধৃত বাংলাদেশিরা জেল হেফাজতে

বৈধ কাগজপত্র না-থাকার অভিযোগে চার শিশু-সহ ৪১জন বাংলাদেশীকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল হলদিয়া আদালত। চার শিশু ও তাদের মায়েদের হোমে পাঠানো হয়েছে। অনধিকার প্রবেশের মামলায় তাদের জুভেনাইল কোর্টে তোলা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ০১:৪৬
Share:

বৈধ কাগজপত্র না-থাকার অভিযোগে চার শিশু-সহ ৪১জন বাংলাদেশীকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল হলদিয়া আদালত। চার শিশু ও তাদের মায়েদের হোমে পাঠানো হয়েছে। অনধিকার প্রবেশের মামলায় তাদের জুভেনাইল কোর্টে তোলা হবে।

Advertisement

বৃহস্পতিবার মহিষাদল থানার ভাঙগড়া এলাকার অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ২৪ জন পুরুষ, ১৩ জন মহিলা এবং বাকিরা বিভিন্ন বয়সের শিশু। এ ছাড়া আরো ৩টি দুগ্ধপোষ্য শিশুও রয়েছে। প্রায় প্রত্যেকেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। জানা গিয়েছে, ভাঙাগড়া এলাকার দুই ব্যক্তি এঁদের বাংলাদেশ থেকে এনে ইটভাঁটার শ্রমিক হিসেবে কাজ করাতো। অত্যাচারের জেরে বুধবার রাতে ওই ভাঁটা থেকে পালিয়ে আসে এক শিশু-সহ চার জন। বৃহস্পতিবার দুপুরে তাদের চৈতন্যপুর এলাকায় ঘোরাঘুরি করতে দেখে আটক করে সুতাহাটা থানার পুলিশ। বিকেলে হলদিয়ার থানার পুলিশ ওই ইটভাঁটাগুলিতে অভিযান চালায়। সেখান থেকেই দু’টি ইটভাঁটার মালিক শেখ তহিদুর রহমান, শেখ তাঞ্জিনূর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে মহম্মদ ইউসুফ আলি গাজি, মহম্মদ নূরুজ্জামান গাজি, ফারুক হুসেন মল্লিক নামে আরও তিন জন।

পুলিশ জানিয়েছে, ইউসুফ আলি গাজি ও মহম্মদ নূরুজ্জামান বাংলাদেশের বাসিন্দা। শেখ তহিদুর, শেখ তাঞ্জিনূর এবং ফারুক হুসেন মল্লিক ভারতের বাসিন্দা। এদের বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগে মামলা রুজু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement