নাবালক উদ্ধার, আটক সাধু

ওড়িশার এক নাবালক উদ্ধার হল এগরা থেকে। বুধবার এগরা ২ ব্লকের পানিপারুল পঞ্চায়েতের কুলটিকরি গ্রাম থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তাকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় এক সাধুকেও। গত কয়েকদিন ধরে কুলটিকরি গ্রাম স্থানীয় বেণীমাধব ভুঁইয়ার বাড়িতে থাকছিলেন ওই সাধু। সঙ্গে ছিল বছর সাতেকের এক শিশু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই সাধু শিশুটিকে দিয়ে ভিক্ষা করাচ্ছিলেন।

Advertisement
শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০০:৩৮
Share:

ওড়িশার এক নাবালক উদ্ধার হল এগরা থেকে। বুধবার এগরা ২ ব্লকের পানিপারুল পঞ্চায়েতের কুলটিকরি গ্রাম থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তাকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় এক সাধুকেও। গত কয়েকদিন ধরে কুলটিকরি গ্রাম স্থানীয় বেণীমাধব ভুঁইয়ার বাড়িতে থাকছিলেন ওই সাধু। সঙ্গে ছিল বছর সাতেকের এক শিশু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই সাধু শিশুটিকে দিয়ে ভিক্ষা করাচ্ছিলেন। মারধরও করা হত তাকে। শিশুটিও নিজের পিঠে মারধরের চিহ্ন দেখিয়েছে নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারেনি সে। তার নাম সনাতন তিওয়ারি। সাধুর দাবি, তিনি পানিকুইলির রাস্তা থেকে শিশুটিকে পেয়েছেন। পুলিশ জানিয়েছে, সাধুকে জি়জ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement