নন্দীগ্রামে দলীয় প্রধানের বিরুদ্ধে তৃণমূলের অনাস্থা পাস

দলীয় প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাস করল তৃণমূল সদস্যরা। নন্দীগ্রাম-২ ব্লকের দশটি আসনবিশিষ্ট বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা মান্নার বিরুদ্ধে পঞ্চায়েতের কাজে অসহযোগিতা ও পঞ্চায়েত সদস্যদের এড়িয়ে নানা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছিলেন উপ-প্রধান সহ ৬ জন পঞ্চায়েত সদস্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:০২
Share:

দলীয় প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাস করল তৃণমূল সদস্যরা। নন্দীগ্রাম-২ ব্লকের দশটি আসনবিশিষ্ট বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা মান্নার বিরুদ্ধে পঞ্চায়েতের কাজে অসহযোগিতা ও পঞ্চায়েত সদস্যদের এড়িয়ে নানা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছিলেন উপ-প্রধান সহ ৬ জন পঞ্চায়েত সদস্য। সরকারি নিয়ম মেনে নন্দীগ্রাম-২ ব্লকের বিডিও অনাস্থা প্রস্তাব আলোচনার জন্য শুক্রবার সভা ডেকেছিলেন। ওই গ্রাম পঞ্চায়েত অফিসে বিডিও’র প্রতিনিধি হিসেবে এক আধিকারিকের উপস্থিতিতে এ দিন ওই সভায় উপস্থিত হয়েছিলেন অনাস্থা প্রস্তাব নিয়ে আসা ছ’জন পঞ্চায়েত সদস্য। সভায় অনুপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান ঝুমা দেবী ও তিন নির্দল পঞ্চায়েত সদস্য। ফলে প্রত্যাশিতভাবেই প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ৬-০ ভোটের ব্যবধানে পাস হয়ে যায়। নন্দীগ্রাম-২ ব্লকের বিডিও মিতুন দে বলেন, “বয়াল -১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ডাকা সভায় প্রস্তাব পাশ হয়েছে।” এদিকে এ দিন প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে সভা ঘিরে এলাকায় চাপা উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এ দিন বিডিও’র প্রতিনিধির উপস্থিতিতে সভায় প্রধান ঝুমা মান্না ও তিন জন নির্দল সদস্য অনুপস্থিত থাকায় বিরোধিতা ছাড়াই ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়। এ দিন সভায় অনুপস্থিত থাকার কারণ জানিয়ে বিদায়ী প্রধান ঝুমা মান্না অভিযোগ করেন, “আমার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে সভায় যাতে না যাই, সেজন্য আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। হুমকির কারণেই আমি এ দিন সভায় যেতে পারিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগও ভিত্তিহীন।” যদিও ঝুমাদেবীর অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েতের উপ-প্রধান দেবপ্রসাদ দাস বলেন, “সভায় না আসার জন্য ঝুমাদেবীকে হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। প্রধান ঝুমাদেবীর বিরুদ্ধে আমাদের দলের সব পঞ্চায়েত সদস্যই অনাস্থা প্রকাশ করেছিল। এনিয়ে দলীয় সিদ্ধান্ত মেনেই প্রধানের অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন