নন্দীগ্রামের অন্তর্দ্বন্দ্ব ঠেকাতে সক্রিয় তৃণমূল

কমিটি গঠন নিয়ে দলে গোষ্ঠীদ্বন্দ্বের অবকাশ নেই বলে পূর্ব মেদিনীপুরের বিধায়কদের জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। লোকসভা ভোট মিটতেই বিভিন্ন জেলার দলীয় বিধায়কদের নিয়ে সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৪ ০২:৫১
Share:

কমিটি গঠন নিয়ে দলে গোষ্ঠীদ্বন্দ্বের অবকাশ নেই বলে পূর্ব মেদিনীপুরের বিধায়কদের জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। লোকসভা ভোট মিটতেই বিভিন্ন জেলার দলীয় বিধায়কদের নিয়ে সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছে তৃণমূল। তাতেই বুধবার বিধানসভায় সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কক্ষে পূর্ব মেদিনীপুরের বিধায়কদের নিয়ে বৈঠক করেন মুকুলবাবু।

Advertisement

লোকসভা ভোটে রাজ্যে বিজেপির উত্থান ও দেড়-দু’বছরের মধ্যে বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই তৃণমূল নেতৃত্ব এখন থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছেন। এ দিনের বৈঠক নিয়ে দলীয় এক সূত্রে জানা গিয়েছে, দলের যুব সংগঠনের পদাধিকারী পরিবর্তন নিয়ে দলের অভ্যন্তরে, বিশেষত নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে দলের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছিল। সেই বিরোধকে চাপা দিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়েছেন। কাঁথির সাংসদ শিশির অধিকারী জেলা সভাপতি। তাঁর বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত জেলার বিধায়ক অখিল গিরি কার্যকরী সভাপতি। বৈঠকে দু’জনের ‘সুসম্পর্ক’ রক্ষায় যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনই বিধায়কদের বলা হয়েছে, নিজেদের এলাকার উন্নয়ন ছাড়া অন্য বিষয়ে মাথা না ঘামাতে।

আগামী বিধানসভা ভোটের আগে জেলায় সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ করতে বৈঠকে বিধায়কদের সজাগ করেছেন মুকুলবাবু। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনও বিষয়ে জেলা নেতৃত্বের বিরোধ হলে তা সঙ্গে সঙ্গে রাজ্য নেতাদের লিখিত ভাবে জানাতে হবে। এই ব্যাপারে মুকুলবাবু তো বটেই বিধায়করা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে জানাতে পারবেন।

Advertisement

বৈঠকে বিধায়কদের সতর্ক করা হয়েছে, কোনও অবস্থাতেই দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে জেলায় উন্নয়নের কাজ যেন ব্যাহত না হয়। বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে, এলাকার বকেয়া প্রকল্পের কাজ যাতে নির্দিষ্ট সময়ে শেষ করার বিষয়ে মনোনিবেশ করতে। ভোটে কোনও নেতিবাচক বিষয় নয়, উন্নয়নই যে তৃণমূলের প্রধান হাতিয়ার, তা বৈঠকে আবার বিধায়কদের জানান মুকুলবাবু। এই সূত্রে তিনি বিধায়কদের স্মরণ করিয়ে দিয়েছেন, হাতে সময় কম। সামনের বিধানসভা ভোটের আগে কথা মতো উন্নয়নের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। লোকসভা ভোটের পর বিজেপি-র রমরমা বাড়ায় বিধায়কদের এলাকার বাসিন্দাদের সঙ্গে নিবিড় ‘জনসংযোগ’ গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে বৈঠকে।

মুকুলবাবু প্রকাশ্যে বৈঠকের বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি। তাঁর কথায়, “ওটা রুটিন বৈঠক। ভোটের পরে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, দলের অবস্থা নিয়ে বিধায়কদের সঙ্গে আলোচনা করেছি। এর আগে পশ্চিম মেদিনীপুর, বীরভূম,উত্তর ২৪ পরগনা নিয়ে বৈঠক হয়েছে।” আজ, বৃহস্পতিবার নদিয়ার বিধায়কদের নিয়ে মুকুলবাবুর বৈঠক করার কথা আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement