পূর্বে একই দিনে মনোনয়ন জমা কংগ্রেস-বিজেপির

কেন্দ্রে সরকার গঠন নিয়ে জাতীয় স্তরে যুযুধান দুই শক্তি কংগ্রেস ও বিজেপি। আর পূর্ব মেদিনীপুরে একই দিনে মনোনয়ন জমা দিলেন লোকসভা নির্বাচনে যুযুধান এই দুই জাতীয় প্রধান দলের প্রার্থীরা। দু’দিন আগেই তৃণমূল মনোনয়ন জমা দিয়েছে। আর মঙ্গলবার জমা দিয়েছে বামেরা। বুধবার তমলুক শহরে মিছিল করে জেলা শাসকের অফিসে এসে মনোনয়নপত্র জমা দিলেন তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের কংগ্রেস ও বিজেপি প্রার্থী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৪ ০১:০৭
Share:

মনোনয়ন জমা দিচ্ছেন দুই দলের প্রার্থীরা। ছবি: পার্থপ্রতিম দাস।

কেন্দ্রে সরকার গঠন নিয়ে জাতীয় স্তরে যুযুধান দুই শক্তি কংগ্রেস ও বিজেপি। আর পূর্ব মেদিনীপুরে একই দিনে মনোনয়ন জমা দিলেন লোকসভা নির্বাচনে যুযুধান এই দুই জাতীয় প্রধান দলের প্রার্থীরা। দু’দিন আগেই তৃণমূল মনোনয়ন জমা দিয়েছে। আর মঙ্গলবার জমা দিয়েছে বামেরা। বুধবার তমলুক শহরে মিছিল করে জেলা শাসকের অফিসে এসে মনোনয়নপত্র জমা দিলেন তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের কংগ্রেস ও বিজেপি প্রার্থী।

Advertisement

এ দিন সকাল ১১ টা নাগাদ তমলুক শহরে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত, অজয়কুমার মুখোপাধ্যায়, রজনীকান্ত প্রামাণিকের মূর্তিতে মাল্যদান করে তমলুক কেন্দ্রের দলীয় প্রার্থী আনোয়ার আলি ও কাঁথি কেন্দ্রের প্রার্থী কুণাল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিছিল শুরু করেন প্রায় এক হাজার কংগ্রেস সমর্থক। তমলুক লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা জেলাশাসক অন্তরা আচার্যের কাছে মনোনয়নপত্র জমা দেন আনোয়ার আলি আর কাঁথি লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অভিজিৎ মৈত্রের কাছে মনোনয়নপত্র জমা দেন কুণালবাবু। তমলুক লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা জেলা কংগ্রেস সভাপতি আনোয়ার আলি বলেন, “জয়ের বিষয়ে আমরা আশাবাদী।”

এ দিন কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পরে মনোনয়নপত্র জমা দিতে আসেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাদশা আলম ও কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কমলেন্দু পাহাড়ি। জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন বাদশা আলম এবং অতিরিক্ত জেলাশাসকের (সাধারণ) কাছে মনোনয়নপত্র জমা দেন কমলেন্দুবাবু। এ দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী বহুজন সমাজ পার্টির শেখ আনসার আলি, তমলুক কেন্দ্রের নির্দল প্রার্থী কালীশঙ্কর জানা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন