পূর্বে শেষলগ্নের প্রচারে মমতা-বুদ্ধ

ভোট প্রচারে নন্দীগ্রামে দুই যুযুধান! দু’বছর পরে আগামী ৩ মে নন্দীগ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন ৪ মে নন্দীগ্রামে ভোট প্রচারে আসছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৪ ০২:১৫
Share:

মমতা বন্দ্যেপাধ্যায়।

বুদ্ধদেব ভট্টাচার্য।

Advertisement

ভোট প্রচারে নন্দীগ্রামে দুই যুযুধান!

দু’বছর পরে আগামী ৩ মে নন্দীগ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন ৪ মে নন্দীগ্রামে ভোট প্রচারে আসছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

Advertisement

আগামী ৩ মে তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারীর সমর্থনে নন্দীগ্রাম বাজারের কাছে মাঠে জনসভা করবেন তৃণমূলনেত্রী। আর ওই দুই লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ইব্রাহিম আলি ও তাপস সিংহের সমর্থনে তমলুকের নিমতৌড়িতে প্রস্তাবিত জেলা সদর অফিস চত্বরের মাঠে জনসভা করবেন বুদ্ধবাবু।

রবিবার তমলুকের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী জানান, ৩ মে দুপুর ১২টায় নন্দীগ্রাম বাজারের কাছে নন্দীগ্রামের মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা হবে। ওই দিন জনসভায় মূলত নন্দীগ্রাম, খেজুরি ও চণ্ডীপুরের সাধারণ মানুষ আসবেন। এছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে কিছু লোকজন আসবেন। দুপুরের প্রচণ্ড তাপ এড়াতে জনসভার মঞ্চ সংলগ্ন সামনের অংশে ছাউনি দেওয়া হবে।

রাজ্যে পালাবদলের পর ২০১২ সালের ১৪ মার্চ নন্দীগ্রাম কলেজ মাঠে আয়োজিত সরকারি অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানে এসে তিনি নন্দীগ্রাম-সহ জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্পের শিলান্যাস করেন। এরপর ফের ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের তেখালি সেতু সংলগ্ন খেজুরির শেরখাচকের মাঠে আয়োজিত সরকারি অনুষ্ঠানে এসেছিলেন। গত বছর অগস্ট মাসে পাঁশকুড়ায় কাঁসাই নদীর বাঁধ ভেঙে বন্যার জেরে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার জন্য কোলাঘাটে তাপবিদ্যুত্‌ কেন্দ্র উপনগরীর মাঠে সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। কিছুদিন পরে ফের জেলায় প্রশাসনিক বৈঠক করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু গত বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় শেষবার জেলায় ভোটপ্রচারে আসেন। গত বছর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তৃণমূলনেত্রী সারা রাজ্য চষে বেড়ালেও একবারও জেলায় আসেননি। তাই যে নন্দীগ্রামে জমিরক্ষা আন্দোলন ঘিরে রাজ্যে রাজনৈতিক পালাবদলের সূচনা, সেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে এবার কি বার্তা দেন মুখ্যমন্ত্রী তা জানতে উদগ্রীব রাজনৈতিক মহল।

নন্দীগ্রামে ২০০৭ সালের ১৪ মার্চ পুলিশের গুলি চালনায় ১৪ জনের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করে ১৬৬ জন গ্রামবাসীর বিরুদ্ধে চার্জশিট দেয়। চার্জশিটে অনেক জমিরক্ষা আন্দোলনকারীদেরও নাম থাকায় অসন্তোষ তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নন্দীগ্রাম কাণ্ডের তদন্তে সিবিআই’য়ের ভূমিকা নিয়ে সরব হন। ইতিমধ্যে সিবিআই’য়ের ওই চার্জশিটের বিরুদ্ধে ওই ঘটনায় নিহতদের পরিবার আদালতের দ্বারস্থ হয়েছে। সিবিআই’য়ের ওই চার্জশিটকে লোকসভা নির্বাচনের প্রচারে হাতিয়ার করেছে বিরোধী সিপিএম। তাই নন্দীগ্রামে এসে মুখ্যমন্ত্রী কী বলেন তা নিয়ে নন্দীগ্রামবাসীর আগ্রহ রয়েছে।

মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই জেলায় সভা করতে আসছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত বছর অক্টোবর মাসে অবিভক্ত মেদিনীপুরের সিপিএম নেতা সুকুমার সেনগুপ্তের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা দিতে গিয়ে তমলুকে দলের জেলা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত দলীয় সভায় যোগ দিতে এসেছিলেন বুদ্ধদেববাবু। গত ১৮ ফেব্রুয়ারি তমলুকে সিপিএমের জেলা কার্যালয়ের সামনে লক্ষ্মণ শেঠের স্বেচ্ছাসেবি সংস্থার আর্থিক দুর্নীতি নিয়ে দলীয় তদন্ত কমিশনের বিরুদ্ধে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব-সহ তদন্ত কমিটির সদস্যদের গাড়ি ঘিরে লক্ষ্মণ-অনুগামীরা বিক্ষোভ দেখান। ওই ঘটনার পর জেলা সিপিএমের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

গত ৫ মার্চ দলের রাজ্য নেতৃত্ব তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে লক্ষ্মণ শেঠের পরিবর্তে ছাত্র নেতা ইব্রাহিম আলির নাম ঘোষণা করেন। এরপর দলের রাজ্য সম্পাদক বিমান বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-সহ রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্রমাগত তোপ দেগে যাওয়ায় লক্ষ্মণ শেঠকে দল বিরোধী কাজের অভিযোগে গত ২৭ মার্চ বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন সিপিএম রাজ্য নেতৃত্ব। জেলায় সিপিএমের একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা লক্ষ্মণ শেঠকে দল থেকে বহিস্কারের পর এই প্রথম জেলায় সভা করতে আসছেন বুদ্ধদেববাবু।

তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সভার আগেই ২৮ ও ২৯ এপ্রিল জেলার কাঁথি, হলদিয়া ও ময়নায় সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আগামী ৩০ এপ্রিল জেলায় দু’টি জনসভা করতে আসছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। ওইদিন দুপুরে ভগবানপুরে ও বিকেলে তমলুকের নেতাজিনগরে দলীয় প্রার্থীদের হয়ে জনসভায় বক্তব্য রাখবেন বিমানবাবু। ৪ মে বিকেল ৩ টায় তমলুকের নিমতৌড়িতে বুদ্ধদেববাবুর জনসভা হবে।

দলীয় প্রার্থীর প্রচারে এসে রাজ্য সিপিএমের অন্যতম কাণ্ডারি কি বার্তা দেন, তা নিয়ে জেলার রাজনৈতিক মহলে কৌতুহল রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন