প্রার্থী বাছাইয়ে সহমতে জোর তৃণমূলে

যাবতীয় উপদলীয় কোন্দল দূরে রেখে পুরভোটের আগে প্রার্থী নির্বাচন নিয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছতে চাইছেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্ব। অন্তত তমলুক পুরসভার ক্ষেত্রে সম্প্রতি এমনই আবহ তৈরি হয়েছে। সব পক্ষই চাইছেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কোন্দল দূরে রেখে প্রার্থী নিয়ে সহমতে পৌঁছতে। পূর্ব মেদিনীপুরে দলের কোন্দল মেটাতে কিছু দিন আগে সক্রিয় হয়েছিলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১০ মার্চ ২০১৫ ০০:৪৮
Share:

যাবতীয় উপদলীয় কোন্দল দূরে রেখে পুরভোটের আগে প্রার্থী নির্বাচন নিয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছতে চাইছেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্ব। অন্তত তমলুক পুরসভার ক্ষেত্রে সম্প্রতি এমনই আবহ তৈরি হয়েছে। সব পক্ষই চাইছেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কোন্দল দূরে রেখে প্রার্থী নিয়ে সহমতে পৌঁছতে।

Advertisement

পূর্ব মেদিনীপুরে দলের কোন্দল মেটাতে কিছু দিন আগে সক্রিয় হয়েছিলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশে ক্ষমতাসীন ও বিরোধী গোষ্ঠীর নেতারা বৈঠকেও বসেছিলেন। পুরভোটের আগে তাঁরা ফের আলোচনার মাধ্যমে প্রার্থী বাছাই পর্ব শুরু করে দিয়েছেন। কেমন? জেলায় অধিকারী পরিবারের বিরোধী শিবিরের বলে পরিচিত তমলুকের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র সোমবার বলেন, “তমলুক পুরসভায় দলীয় প্রার্থী স্থির করা নিয়ে শুভেন্দুবাবুর সঙ্গে ফোনে আলোচনা হয়েছে। দলনেত্রীর নির্দেশিকা অনুযায়ী প্রার্থী তালিকা তৈরির চেষ্টা চলছে।”

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তমলুকের বর্তমান পুরপ্রধান, উপ-পুরপ্রধান ও প্রাক্তন দুই পুরপ্রধান-সহ পুরসভার ১১টি ওয়ার্ডের প্রার্থী হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও বাকি ৯টি ওয়ার্ডের প্রার্থী নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই সব ওয়ার্ডে প্রার্থীপদের জন্য একাধিক দাবিদার থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলোচনা চলছে। আনুষ্ঠানিক ভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা না হলেও পুরসভার যে সব আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত হয়েছে, সেখানে স্থানীয় ভাবে দেওয়াল দখলের প্রস্তুতি শুরু হয়েছে। তৃণমূলের তমলুক শহর সভাপতি দিব্যেন্দু রায় বলেন, “পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডের প্রার্থী স্থির হয়েছে। বাকিগুলি নিয়ে দলীয় ভাবে আলোচনা চলছে।”

Advertisement

নির্বাচন দফতর সূত্রে খবর, পুরসভা নির্বাচনে তমলুক পুরসভার ২০টি আসনের ৭টি আসন মহিলাদের জন্য ও একটি আসন তফসিলি প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে। বাকি ১২টি আসন অসংরক্ষিত। মহিলা সংরক্ষণের আওতায় রয়েছে ১, ২, ৫, ৯, ১২, ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ড। তফসিলি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ড। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পুরসভার প্রার্থী নির্বাচনের জন্য দলের কর্মীদের নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ড কমিটির বৈঠক হয়েছে। পুরসভা এলাকার দলের কর্মী-কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছেন সাংসদ শুভেন্দু অধিকারীও। এরপরেই পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডে প্রার্থী স্থির হয়েছে। এঁদের অধিকাংশই বর্তমান কাউন্সিলর।

তবে এখনও ২, ৩, ৭, ৮, ৯, ১২, ১৩, ১৫ এবং ১৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী বাছাই হয়নি। এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ড বাদে অধিকাংশ আসনই মহিলা সংরক্ষিত। এক তৃণমূল নেতার কথায়, “ওই ওয়ার্ডগুলিতেও দ্রত সহমতে আসার চেষ্টা চলছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন