প্রার্থী বাছতে বৈঠক, ১৫ই খড়্গপুরে রাহুল

গত লোকসভা নির্বাচনে খড়্গপুর পুরসভা এলাকায় সর্বাধিক ভোট পেয়েছে বিজেপি। ফলে, রেলশহরে পুরভোটে জয় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির। ভোটের পালে হাওয়া তুলতে এ বার খড়্গপুরে আসছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। আগামী রবিবার, ১৫ এপ্রিল খড়্গপুরে এসে দলের বুথ কর্মীদের নিয়ে এক বৈঠক করবেন রাহুলবাবু। ওই দিন জেলা নেতৃত্বের সঙ্গেও প্রার্থী তালিকা নিয়ে তাঁর আলোচনা হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৫ ০১:৫৫
Share:

পুর-নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত হয়নি। অথচ খড়্গপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে পদ্ম প্রতীকের প্রার্থী হিসেবে অজয় চট্টোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন হয়ে গিয়েছিল। এ নিয়ে বিতর্ক বাধে। বিজেপি-র খড়্গপুর শহর সভাপতি প্রেমচন্দ্র ঝাঁ ওই দেওয়াল লিখনের ছবি ফেসবুকে আপলোড করে কটাক্ষও করেন। এই চাপানউতোরের মধ্যেই মুছে দেওয়া হয় দেওয়াল লিখন। অজয়বাবুর অভিযোগ, বিরোধী কোনও রাজনৈতিক দল এই কাণ্ড করেছে। আর বিরোধীদের দাবি, শহরে বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। —নিজস্ব চিত্র।

গত লোকসভা নির্বাচনে খড়্গপুর পুরসভা এলাকায় সর্বাধিক ভোট পেয়েছে বিজেপি। ফলে, রেলশহরে পুরভোটে জয় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির। ভোটের পালে হাওয়া তুলতে এ বার খড়্গপুরে আসছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। আগামী রবিবার, ১৫ এপ্রিল খড়্গপুরে এসে দলের বুথ কর্মীদের নিয়ে এক বৈঠক করবেন রাহুলবাবু। ওই দিন জেলা নেতৃত্বের সঙ্গেও প্রার্থী তালিকা নিয়ে তাঁর আলোচনা হওয়ার কথা।

Advertisement

কবে দলের প্রার্থী চূড়ান্ত হবে? বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়ের জবাব, “এটা সাংগঠনিক ব্যাপার। অনেকে আবেদন করেছেন। দলে আলোচনা চলছে। রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে।’’ দলের এক সূত্রে খবর, সপ্তাহ দেড়েক পর প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে।

দলের এক সূত্রে খবর, রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতে শনিবার কলকাতায় গিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি তুষারবাবু। সেই দিনই তুষারবাবুর থেকে রেলশহরে পুরভোটের প্রস্তুতি নিয়ে খোঁজ নেন রাজ্য সভাপতি রাহুলবাবু। জানিয়ে দেন, আগামী রবিবার তিনি খড়্গপুরে আসবেন। আজ, সোমবার মেদিনীপুরে বিজেপির এক বৈঠক রয়েছে। যেখানে পুরভোট নিয়েই আলোচনা হওয়ার কথা। উপস্থিত থাকবেন ৬টি পুরসভা এলাকার নেতারা। রাজ্য নেতৃত্বের তরফে বৈঠকে উপস্থিত থাকার কথা দলের সহ- সভাপতি সুশান্তরঞ্জন পাল, সহ- সভানেত্রী কৃষ্ণা ভট্টাচার্য, সাধারণ সম্পাদক দিলীপ ঘোষের।

Advertisement

খড়্গপুর ছাড়াও ঘাটাল মহকুমার ৫টি পুরসভায় ভোট রয়েছে এ বার। বিজেপি-র জেলা নেতৃত্ব অবশ্য বেশি জোর দিচ্ছে খড়্গপুরেই। তাঁদের ভরসা গত লোকসভা ভোটে খড়্গপুর সদর বিধানসভা ক্ষেত্রে প্রাপ্ত ৩৪.৯ শতাংশ ভোট। দলের তরফে রেলশহরের পুরভোটের কাজকর্ম দেখভালের জন্য ইতিমধ্যে পর্যবেক্ষক নিয়োগ করেছেন বিজেপির জেলা নেতৃত্ব। জেলা থেকে ছ’জনকে এবং রেলশহরের পাঁচ নেতাকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রার্থী বাছাইয়ের কাজও শুরু হয়েছে। খড়্গপুরে ওয়ার্ড সংখ্যা ৩৫। দলের এক সূত্রে খবর, ইতিমধ্যে প্রার্থী হতে চেয়ে ১১৫ জন আবেদন করেছেন। সব ওয়ার্ড থেকেই একাধিক আবেদন এসেছে। আবেদনের ক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। তার মধ্যে রয়েছে ১) আবেদনকারীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। ২) অন্তত একশো জনকে দলের সদস্য করতে হবে।

বিজেপি সূত্রে খবর, রেলশহরে প্রার্থী বাছাই নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। যেমন ২৫ নম্বর ওয়ার্ডে কে প্রার্থী হবেন, তা ঠিক করতে হিমশিম খাচ্ছেন নেতৃত্ব। ওয়ার্ডটি বিজেপির দখলে রয়েছে। কাউন্সিলর বেলারানি অধিকারী। আগে এখান থেকেই বিজেপির প্রতীকে জিতেছেন গৌতম ভট্টাচার্য। ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় প্রার্থী হয়েছিলেন বেলারানিদেবী। এ বার ওয়ার্ডটি সংরক্ষিত নয়। এ দিকে, বেলারানিদেবী এবং গৌতমবাবু দু’জনেই ২৫ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হতে ইচ্ছুক। ফলে, সমস্যায় পড়েছেন জেলা নেতৃত্ব। দলের এক সূত্রে খবর, পুরভোটে যাঁরা প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছেন, এ বার তাঁদের সকলের সঙ্গে মুখোমুখি কথা বলবেন জেলা নেতৃত্ব। এরপরই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন