শিশু- কিশোর সংগঠন সবপেয়েছির আসর মেদিনীপুর অঞ্চলের উদ্যোগে কর্মী প্রশিক্ষণ শিবির হল মেদিনীপুরে। দু’দিনব্যাপী এই শিবির শুরু হয় গত শনিবার। শেষ হয় রবিবার।