শিশু-কিশোর সংগঠন সবপেয়েছির আসর মেদিনীপুর অঞ্চলের উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ শিবির হল মেদিনীপুরে। দু’দিনব্যাপী এই শিবির শুরু হয় গত শনিবার। শেষ হয় রবিবার। মেদিনীপুর সদরের কেরানিচটিতে এই শিবিরের আয়োজন করা হয়। সবমিলিয়ে প্রায় দু’শোজন প্রশিক্ষণ নেন। উপস্থিত ছিলেন সবপেয়েছির আসর মেদিনীপুর অঞ্চলের সংগঠক জীতেশ হোড়। আসরের মূলকেন্দ্র থেকে প্রশিক্ষকেরাও আসেন।