ফোরামের মিছিল-সভা

সবংয়ের ঘটনার প্রতিবাদে মেদিনীপুরে মিছিল করল ‘সেভ ডেমোক্র্যাসি ফোরাম’। বুধবার বিকেলে শহরের কলেজ মোড়ের অদূরে এক পথসভা হয়। পরে এক প্রতিবাদ মিছিল বের হয়। নেতৃত্ব দেন ফোরামের জেলা শাখার আহ্বায়ক তথা মেদিনীপুর কলেজের শিক্ষক সুধীন্দ্রনাথ বাগ। ফোরামের এক প্রতিনিধি দল এ দিন দুপুরে সবংয়ের মৃত ছাত্রের বাড়িতেও গিয়েছিল। ফোরামের মতে, রাজ্যে একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটে চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০০:০৭
Share:

সবংয়ের ঘটনার প্রতিবাদে মেদিনীপুরে মিছিল করল ‘সেভ ডেমোক্র্যাসি ফোরাম’। বুধবার বিকেলে শহরের কলেজ মোড়ের অদূরে এক পথসভা হয়। পরে এক প্রতিবাদ মিছিল বের হয়। নেতৃত্ব দেন ফোরামের জেলা শাখার আহ্বায়ক তথা মেদিনীপুর কলেজের শিক্ষক সুধীন্দ্রনাথ বাগ। ফোরামের এক প্রতিনিধি দল এ দিন দুপুরে সবংয়ের মৃত ছাত্রের বাড়িতেও গিয়েছিল। ফোরামের মতে, রাজ্যে একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটে চলেছে। অথচ, পুলিশ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। ফোরাম চায়, জেলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। সুধীন্দ্রনাথবাবু বলেন, “মনে হচ্ছে, রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে। সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement