বাচিকের আলাপন

‘বাচিকের আলাপন’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করল ‘স্বর আবৃত্তি খড়্গপুর’। শনিবার খড়্গপুর শহরের সুভাষপল্লি কালীমন্দিরে বাচিককেন্দ্রিক এই অনুষ্ঠানের আয়োজন হয়। ‘স্বর আবৃত্তি খড়্গপুর’-এর অষ্টম বর্ষ পূর্তির অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন কলকাতার বাচিক শিল্পী বিশাখা মুখোপাধ্যায়।

Advertisement
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪৪
Share:

‘বাচিকের আলাপন’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করল ‘স্বর আবৃত্তি খড়্গপুর’। শনিবার খড়্গপুর শহরের সুভাষপল্লি কালীমন্দিরে বাচিককেন্দ্রিক এই অনুষ্ঠানের আয়োজন হয়। ‘স্বর আবৃত্তি খড়্গপুর’-এর অষ্টম বর্ষ পূর্তির অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন কলকাতার বাচিক শিল্পী বিশাখা মুখোপাধ্যায়। এ দিন সংস্থার পক্ষ থেকে শহরের বাচিক শিল্পী রণবীর দত্তকে সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে নান আঙ্গিকের আবৃত্তি ও কাব্যনাট্য পরিবেশন করেন সংস্থার শিক্ষার্থীরা। এ দিন মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’, ‘অমল ও দইওয়ালার’ মতো একাধিক কাব্যনাট্য। আয়োজিত হয় ছ’টি ঋতু নিয়ে কবিতা-গানে ভরা নৃত্যানুষ্ঠানও। সংস্থার অন্যতম শিক্ষিকা লীনা গোপ বলেন, “সারা দেশে তৈরি হওয়া অস্থির বাতাবরণ থেকে মানুষ পরিত্রাণ খুঁজছে। আমাদের অষ্টম বর্ষের এই অনুষ্ঠান তাই সাধারণ মানুষকে উৎসর্গ করলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement