বিজেপির কর্মশালা

পদুমবসানে অনুষ্ঠিত হল বিজেপি-র কর্মশালা। আগামী বছর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে দলের জেলা কমিটির সদস্য ও ব্লক সভাপতিদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় প্রধান বক্তা ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতাদের অন্যতম সুরেশ পূজারি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৩
Share:

পদুমবসানে অনুষ্ঠিত হল বিজেপি-র কর্মশালা। আগামী বছর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে দলের জেলা কমিটির সদস্য ও ব্লক সভাপতিদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় প্রধান বক্তা ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতাদের অন্যতম সুরেশ পূজারি। তিনি পরামর্শ দেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের তৃণমূল সরকারের ব্যর্থতার বিভিন্ন দিক মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের আমলে চালু হওয়া জনধন যোজনা, অটল পেনশন যোজনা, দীনদয়াল উপাধ্যায় আবাস যোজনা প্রভৃতি প্রকল্পে কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরতে। প্রয়োজনে বাড়ি বাড়ি প্রচার চালাতে হবে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি বাদশা আলম, রাজ্য কমিটির সদস্য বিজয় বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement