খড়্গপুরে বিনিয়োগ পাঠশালা। ছবি: কিংশুক আইচ।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দিশা দেখাতে শনিবার খড়্গপুরে আইসিআইসিআই প্রুডেনসিয়াল-এর উদ্যোগে এবং আনন্দবাজার পত্রিকা ও দ্যা টেলিগ্রাফ-এর সহযোগিতায় ‘বিনিয়োগ পাঠশালা’ অনুষ্ঠানের সূচনা হল শনিবার। অনুষ্ঠানে মিউচুয়াল ফান্ডের ধারণা, কী ভাবে ফান্ডে বিনিয়োগ করা যায়, বিনিয়োগের নানা দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্বও। আইসিআইসিআই প্রুডেনসিয়ালএর ক্লাস্টার ম্যানেজার সঞ্জীব দে জানান, মিউচুয়াল ফান্ডে কোথায়, কী ভাবে বিনিয়োগ করতে হবে, তা নিয়ে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়েন। অনেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গিয়ে প্রতারিতও হন। এই বিষয়ে দিশা দিতেই এই কর্মসূচির আয়োজন। অনুষ্ঠানে যোগদানকারী অনীক মাঝি, কৃষ্ণা রায়-রা জানালেন, ভবিষ্যতে বিনিয়োগ করার সময় এই কর্মসূচির ধারণা তাঁদের সাহায্য করবে। কলকাতা-সহ রাজ্যে ন’টি জায়গায় এই পাঠশালা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।