বৈধ কাগজপত্র না-থাকার অভিযোগে ৪১জন বাংলাদেশীকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল হলদিয়া আদালত। চার শিশু ও তাদের মায়েদের হোমে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মহিষাদল থানার ভাঙগড়া এলাকার অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। প্রায় প্রত্যেকেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। ইটভাঁটার শ্রমিক হিসেবে কাজ করানো হত এঁদের। ইটভাঁটাগুলিতে অভিযান চালিয়ে দু’টি ইটভাঁটার মালিক শেখ তহিদুর রহমান, শেখ তাঞ্জিনূর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে মহম্মদ ইউসুফ আলি গাজি, মহম্মদ নূরুজ্জামান গাজি এবং ফারুক হুসেন মল্লিক নামে আরও তিন জনকে। ইউসুফ আলি গাজি ও মহম্মদ নূরুজ্জামান বাংলাদেশের বাসিন্দা। শেখ তহিদুর, শেখ তাঞ্জিনূর এবং ফারুক হুসেন মল্লিক ভারতের বাসিন্দা।