খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হলেন পাশাপাশি দুটি পরিবারের সাতজন। রবিবার সকালে ভবানীপুরের কাষ্ঠখালির ঘটনা। দুই শিশু ও দুই মহিলা-সহ সাতজনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ওই দু’টি পরিবারই কচ্ছপের মাংস ছিল। পূর্ব মেদিনীপুরের মুখ্যস্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানান, প্রাথমিক ভাবে খাদ্যে বিষক্রিয়া বেলই মনে হচ্ছে, তবে তদন্ত করে দেখা হচ্ছে।