হলদিয়ার শিল্প তালুকে নতুন বটলিং প্ল্যান্ট চালু করতে চলেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)। শনিবার কর্তৃপক্ষ জানান, ভবানীপুর থানার তেঁতুলবেড়িয়াতে বটলিং প্ল্যান্ট শুরু হতে চলেছে। ২০১৬ সালের ফেব্রুয়ারীতেই প্রকল্পের কাজ শুরু হবে। প্রায় ৬৯৪ কোটি টাকা বিনিয়োগ করবেন তাঁরা।