বধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর পুলিশ হেফাজত

তরুণী বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃত স্বামীকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। শুক্রবার ঝাড়গ্রাম প্রথম এসিজেএম আদালতের বিচারক কৃষ্ণমুরারিপ্রসাদ গুপ্ত পুলিশের আবেদন মঞ্জুর করে অভিযুক্ত বিদ্যুত্‌ ঘোষকে দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পাশাপাশি, অন্যতম অভিযুক্ত মৃতার শাশুড়ি তথা বিদ্যুত্‌বাবুর মা পার্বতী ঘোষকে চোদ্দ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০১:০৪
Share:

তরুণী বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃত স্বামীকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। শুক্রবার ঝাড়গ্রাম প্রথম এসিজেএম আদালতের বিচারক কৃষ্ণমুরারিপ্রসাদ গুপ্ত পুলিশের আবেদন মঞ্জুর করে অভিযুক্ত বিদ্যুত্‌ ঘোষকে দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পাশাপাশি, অন্যতম অভিযুক্ত মৃতার শাশুড়ি তথা বিদ্যুত্‌বাবুর মা পার্বতী ঘোষকে চোদ্দ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

বুধবার গভীর রাতে ঝাড়গ্রামের সুয়াবাসা গ্রামের শ্বশুর বাড়িতে নমিতা ঘোষ নামে বছর একুশের এক তরুণী বধূর অস্বাভাবিক মৃত্যু হয়। বৃহস্পতিবার নমিতার বাবা শঙ্কর সিংহ ঝাড়গ্রাম থানায় নমিতার স্বামী, শাশুড়ি ও দেওয়ের বিরুদ্ধে পণের দাবিতে তাঁর মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নমিতার স্বামী বিদ্যুত্‌ ঘোষ ও শাশুড়ি পার্বতী ঘোষকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, নমিতার দেওর শিবা পলাতক।

শুক্রবার বিদ্যুত্‌বাবু ও পার্বতীদেবীকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হয়। ঘটনার তদন্তের স্বার্থে এবং পলাতক শিবার সম্পর্কে তথ্য জানার জন্য বিদ্যুত্‌বাবুকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য আবেদন জানায় পুলিশ। বিচারক পুলিশের আবেদন মঞ্জুর করে বিদ্যুত্‌বাবুকে দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন