মাধ্যমিকের আগে মাইক বন্ধে নির্দেশ

মাধ্যমিক পরীক্ষার ৭২ ঘণ্টা আগে থেকে সর্বত্র মাইক বাজানো বন্ধ করতে এ বার পুলিশ-প্রশাসন ও জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে মঙ্গলবার তমলুকে জেলা শাসকের অফিসে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। জেলাশাসক, রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিক, পুলিশ আধিকারিক ও জেলা মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির উপদেষ্টা সদস্যদের উপস্থিতিতে ওই বৈঠকে এমন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৫ ০২:৩৩
Share:

মাধ্যমিক পরীক্ষার ৭২ ঘণ্টা আগে থেকে সর্বত্র মাইক বাজানো বন্ধ করতে এ বার পুলিশ-প্রশাসন ও জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে মঙ্গলবার তমলুকে জেলা শাসকের অফিসে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। জেলাশাসক, রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিক, পুলিশ আধিকারিক ও জেলা মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির উপদেষ্টা সদস্যদের উপস্থিতিতে ওই বৈঠকে এমন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

সরকারিভাবে মাধ্যমিক পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকেই প্রশাসনের এই নিষেধাজ্ঞা না মানলে অভিযোগ জানানোর জন্য জেলা পুলিশের তরফে কন্ট্রোল খোলা হচ্ছে। কন্ট্রোল রুমের নম্বরে কোনও এলাকায় মাইক বাজানোর অভিযোগ পেলে পুলিশ গিয়ে ব্যবস্থা নেবে। এ ছাড়া জেলা প্রশাসন ও জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে এ বিষয়ে অভিযোগ জানানোর জন্য কন্ট্রোল রুম খোলা হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য জেলাস্তরে গঠিত উপদেষ্টা কমিটির সদস্য তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন বলেন, “মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে সেজন্য পরীক্ষার কয়েকদিন আগে থেকেই মাইক বাজানো বন্ধ করার জন্য মধ্যশিক্ষা পর্ষদ, জেলা পুলিশ-প্রশাসনের তরফে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাইক বাজানো নিয়ে সরাসরি অভিযোগ জানানোর জন্য জেলা পুলিশ, প্রশাসন ও বিদ্যালয় পরিদর্শকের অফিসে কন্ট্রোল রুম খোলা হচ্ছে।”

এ বারের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে জেলার সবকটি পরীক্ষাগ্রহণ কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক, স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে এ দিন তমলুকের নিমতৌড়ি স্মৃতি সৌধে বৈঠক করেন রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি (প্রশাসন) মৃন্ময় বিশ্বাস-সহ পর্ষদের উচ্চ-পদস্থ আধিকারিকরা। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হবে ৪ মার্চ। পূর্ব মেদিনীপুর জেলায় এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫৮ হাজার ৮১৯ জন। এদের মধ্যে ছাত্র ২৭ হাজার ৬৮৪ জন, ছাত্রী ৩১ হাজার ১৩৫ জন। গত বছরের তুলনায় তিনটি পরীক্ষাগ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন