মূর্তি উদ্বোধন

কলেজের প্রতিষ্ঠা দিবসে ছয় মনীষীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হল। মঙ্গলবার ডেবরা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের দশম বর্ষের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ দিন কলেজ চত্ত্বরে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল, নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ ছ’জন মনীষীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুতপা পাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৫ ০১:১৯
Share:

কলেজের প্রতিষ্ঠা দিবসে ছয় মনীষীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হল। মঙ্গলবার ডেবরা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের দশম বর্ষের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ দিন কলেজ চত্ত্বরে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল, নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ ছ’জন মনীষীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুতপা পাল। এই মূর্তিগুলি কলেজের সভাপতি প্রদীপ কর কলেজকে দান করেছেন বলে জানা গিয়েছে। কলেজ গেটের বাইরে সাংসদ দীপক অধিকারীর বরাদ্দকৃত প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হয়। ছিলেন যুগ্ম বিডিও সুপ্রীতি সরকার, জেলা পরিষদ সদস্য বিবেকানন্দ মুখোপাধ্যায় প্রমুখ। এ দিন প্রতিষ্ঠা দিবসের ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ১৪জন কৃতি পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়। সভাপতি প্রদীপ কর বলেন, “কলেজের শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চত্ত্বর সাজাতে চাইছি আমরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement