শহরে শুক্রবার সন্ধ্যায় মিল্লি ঐক্য পরিষদের উদ্যোগে ইদ মিলনোৎসব পালিত হয়। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে জনমঙ্গল সমবায় সমিতির ‘সংহতি’ হলে আয়োজিত অনুষ্ঠানে আলহজ নুরুল হাসান, কাঁথি প্রভাত কুমার কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাঙালচন্দ্র দাস, জগদীশ ঘোড়াই, সুমন আচার্য ও আবদুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন। ছিলেন দুই সম্প্রদায়ের কয়েকশো মানুষ।