মহিলা ভোটার কম ঘাটালে, এগিয়ে ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুরের তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি মহিলা ভোটার রয়েছেন ঝাড়গ্রামে। সবথেকে কম ঘাটালে। পশ্চিম মেদিনীপুরে সামগ্রিকভাবে মহিলা ভোটার সংখ্যা বাড়ছে। সচেতনতা কর্মসূচির ফলেই মহিলাদের মধ্যে ভোটার-তালিকায় নাম তোলার উত্‌সাহ বেড়েছে বলে মনে করে জেলা প্রশাসনের একাংশ। জেলা প্রশাসন সূত্রে খবর, এখন জেলার মোট ভোটার সংখ্যা ৪০ লক্ষ ৭৬ হাজার ৮৫১। এরমধ্যে পুরুষ ২০ লক্ষ ৯৫ হাজার ৯০৭। মহিলা ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৮০ হাজার ৯৩৪। অন্যান্য ১০।

Advertisement

বরুণ দে

মেদিনীপুর শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৪ ০০:৫৭
Share:

পশ্চিম মেদিনীপুরের তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি মহিলা ভোটার রয়েছেন ঝাড়গ্রামে। সবথেকে কম ঘাটালে।

Advertisement

পশ্চিম মেদিনীপুরে সামগ্রিকভাবে মহিলা ভোটার সংখ্যা বাড়ছে। সচেতনতা কর্মসূচির ফলেই মহিলাদের মধ্যে ভোটার-তালিকায় নাম তোলার উত্‌সাহ বেড়েছে বলে মনে করে জেলা প্রশাসনের একাংশ। জেলা প্রশাসন সূত্রে খবর, এখন জেলার মোট ভোটার সংখ্যা ৪০ লক্ষ ৭৬ হাজার ৮৫১। এরমধ্যে পুরুষ ২০ লক্ষ ৯৫ হাজার ৯০৭। মহিলা ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৮০ হাজার ৯৩৪। অন্যান্য ১০। গত বছর যেখানে এক হাজার পুরুষ ভোটার পিছু মহিলা ভোটারের সংখ্যা ছিল ৯৩৬, এ বার সেখানে এক হাজার পুরুষ ভোটারপিছু মহিলা ভোটারের সংখ্যা হয়েছে ৯৪৫। যেখানে রাজ্যে এক হাজার পুরুষ ভোটার পিছু মহিলা ভোটার রয়েছে ৯২৩ জন।

জেলা প্রশাসন সূত্রে খবর, ঝাড়গ্রামে যেখানে প্রতি এক হাজার পুরুষ ভোটার পিছু মহিলা ভোটারের সংখ্যা ৯৫৮, সেখানে ঘাটালে প্রতি এক হাজার পুরুষ ভোটার পিছু মহিলা ভোটারের সংখ্যা ৯২৮। মেদিনীপুরের ক্ষেত্রে এই সংখ্যাটি ৯৪৭। অন্য বছরের তুলনায় বেশি সংখ্যক মহিলা ভোটার যাতে ভোটদানে অংশগ্রহণ করেন, জেলায় সেই চেষ্টাও চলছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “আমাদের সকলেরই উচিত, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা। ভোটদানে অংশগ্রহণ করা। তরুণ প্রজন্ম বিশেষ করে মহিলাদের মধ্যে ভোটদান নিয়ে সচেতনতা গড়ে তুলতে আমরা নানা কর্মসূচিও করেছি।”

Advertisement

জেলায় এ বার দু’দফায় ভোট হবে। ৭ মে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে। ১২ মে ঘাটালে। ভোট গণনা ১৬ মে। ঝাড়গ্রাম এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ১২ এপ্রিল। অন্য দিকে, ঘাটাল কেন্দ্রের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ১৭ এপ্রিল। জেলার তিনটি লোকসভা কেন্দ্রের প্রতিটিতে সাতটি করে বিধানসভা এলাকা রয়েছে। ঘাটাল লোকসভার মধ্যে রয়েছে সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, কেশপুর এবং পাঁশকুড়া পশ্চিম বিধানসভা। ঝাড়গ্রাম লোকসভার মধ্যে রয়েছে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনি, বিনপুর এবং বান্দোয়ান বিধানসভা। অন্য দিকে, মেদিনীপুর লোকসভার মধ্যে রয়েছে দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর সদর, খড়্গপুর, নারায়ণগড়, মেদিনীপুর এবং এগরা বিধানসভা।

জেলা প্রশাসন সূত্রে খবর, ঘাটালে ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৩ হাজার ৭৫৪। এরমধ্যে পুরুষ ৮ লক্ষ ৩১ হাজার ৭০৬, মহিলা ৭ লক্ষ ৭২ হাজার ৩২। অন্যান্য ১৬। ঘাটাল লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা এলাকার মধ্যে আবার সবথেকে বেশি মহিলা ভোটার রয়েছে ডেবরায়, সবথেকে কম কেশপুরে। এরমধ্যে পুরুষ ৭ লক্ষ ৫১ হাজার ৭৪৮, মহিলা ৭ লক্ষ ১৯ হাজার ৯৩২। অন্যান্য ১। ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা এলাকার মধ্যে আবার সবথেকে বেশি মহিলা ভোটার রয়েছে বিনপুরে, সবথেকে কম গড়বেতায়। অন্য দিকে, মেদিনীপুরে ভোটার সংখ্যা ১৪ লক্ষ ৯২ হাজার ৭৫৫। এরমধ্যে পুরুষ ৭ লক্ষ ৬৬ হাজার ৬২৭, মহিলা ৭ লক্ষ ২৬ হাজার ১২২। মেদিনীপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা এলাকার মধ্যে আবার সবথেকে বেশি মহিলা ভোটার রয়েছে মেদিনীপুরে, সবথেকে কম দাঁতনে।

গত পঞ্চায়েত ভোটে পশ্চিম মেদিনীপুরে ভোটদানে পুরুষদের টেক্কা দিয়েছেন মহিলারা। জেলা প্রশাসন সূত্রে খবর, পঞ্চায়েতে সবমিলিয়ে ভোট পড়েছিল ৮৫.৯০ শতাংশ। ৩৪ লক্ষ ৭৬ হাজার ৮৪১ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৯ লক্ষ ৮৬ হাজার ৫৭২ জন। এরমধ্যে পুরুষদের ভোটদানের হার ৮৪.৮৫ শতাংশ। মহিলাদের ভোটদানের হার ৮৭.০১ শতাংশ। অর্থাত্‌, প্রতি একশো জন মহিলা ভোটারের মধ্যে যেখানে প্রায় ৮৭ জন ভোট দেন, সেখানে প্রতি একশো জন পুরুষ ভোটারের মধ্যে ভোট দেন প্রায় ৮৫ জন।

লোকসভা ভোটেও কী মহিলারা এ ভাবে ভোটদানে উত্‌সাহ দেখাবেন? প্রশ্নের উত্তর মিলবে আগামী দিনেই। অবশ্য জেলা প্রশাসন আশাবাদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন