রাস্তা সারানোর দাবি, অবরোধ

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সন্ধ্যায় কাঁথি-৩ ব্লকের মারিশদা-শুনিয়া রাস্তা অবরোধ করে চলে প্রায় দু’ঘণ্টা ধরে বিক্ষোভ। আর এই বিক্ষোভের জেরে যানজটে আটকে পড়েন নিত্যযাত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৪ ০০:০৩
Share:

বেহাল সড়ক। —নিজস্ব চিত্র।

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সন্ধ্যায় কাঁথি-৩ ব্লকের মারিশদা-শুনিয়া রাস্তা অবরোধ করে চলে প্রায় দু’ঘণ্টা ধরে বিক্ষোভ। আর এই বিক্ষোভের জেরে যানজটে আটকে পড়েন নিত্যযাত্রীরা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘বাহিরী’ রাস্তা বলে চিহ্নিত ব্লকের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের পৈতৃক ভিটে চণ্ডীভেটি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়েই যেতে প্রাচীন বাহিরী দেউলে। এছাড়াও রাস্তার ধারে রয়েছে একটি বিএড কলেজ, চারটি হাইস্কুল, বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, দু’টি ব্যাঙ্ক ও একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বাম জমানায় নাবার্ডের সহযোগিতায় রাস্তাটি তৈরি হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে নজরদারি আর সংস্কারের অভাবে রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে বলে নিত্যযাত্রীদের অভিযোগ। এখন সারা রাস্তা জুড়েই বড় বড় গর্ত। বর্ষায় তাতে জল জমে চলাচলই দায়। আবার অন্য সময় বড় রকমের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়েই স্কুল কলেজ ও অফিসকর্মীদের নিত্য যাতায়াত করতে হয়। এমনকী এই রাস্তার ধারেই পড়ে মারিশদা ও আঁঊরাই দুটি গ্রাম পঞ্চায়েত অফিসও রয়েছে। ফলে প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচল ছাড়াও রয়েছে ট্রেকার, পিক-আপ ভ্যান ও লরির যাতায়াত। আঁউরাই দেশপ্রাণ বিএড কলেজের ছাত্রী অনুশ্রী পণ্ডার কথায়, “প্রতিদিন বাড়ি থেকে খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে ট্রেকার চেপে যাতায়াত করতে হয়। কিন্তু ট্রেকার তো নয়, আমরা যেন নৌকায় যাতায়াত করি।”

বিজেপির কাঁথি-৩ ব্লক সভাপতি রাখহরি দাসের অভিযোগ, “ব্লকের সবচেয়ে গুরুত্বপূর্ন মারিশদা-শুনিয়া দীর্ঘ ১৮ কিলোমিটার গোটা রাস্তাটাই কার্যত চলাচলের অযোগ্য। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” আগামী ১৫ অগস্টের মধ্যে রাস্তাটি সংস্কার করা না হলে ১৭ অগস্ট থেকে বিজেপির পক্ষ থেকে ফের লাগাতার আন্দোলন শুরুর কথাও জানান তিনি। কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ জানান, “রাস্তাটির অবস্থা ভাল নয়। রাস্তাটি জেলা পরিষদের অধীনে। রাস্তাটি সারানোর জন্য আগেই জেলা পরিষদকে জানানো হয়েছে।” জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল অবশ্য বলেন, “অস্থায়ীভাবে রাস্তা সারাইয়ের জন্য জেলা পরিষদ কাজ শুরু করেছে। তবে বৃষ্টি শুরু হওয়ায় কাজ আপাতত স্থগিত রয়েছে। আর রাস্তাটির পূর্ণ সংস্কারের জন্য রাজ্য সরকারের কাছে টাকা চেয়ে আবেদন করা হয়েছে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন