রাস্তার ধারে নিকাশি নালা তৈরির কাজের সময় তা ধসে গিয়ে রাস্তার বিরাট অংশ জুড়ে ফাটল দেখা দিয়ে ছে। তমলুক শহরের ১১ নম্বর ওয়ার্ডের পদুমবসান এলাকায় পুরসভার ওই রাস্তায় ধসের জেরে যাতায়াতে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। পদুমবসানের কাছে তমলুক-হলদিয়া রেললাইনের পশ্চিম দিকে পাকা ঢালাই রাস্তার বেশ কিছুটা অংশ মাঝামাঝি ফাটল ধরে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক লক্ষ টাকা খরচ করে ওই নালা তৈরির কাজের মাঝেই পাকা রাস্তা ধ্বসে যাওয়ায় কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।