২৩তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার। মেদিনীপুর কলেজিয়েট স্কুলে (বালক) সব মিলিয়ে ১৬টি প্রজেক্ট এসেছিল। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাই এই প্রজেক্টগুলো তৈরি করে।
এ বার রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা হবে আগামী ৩ অক্টোবর, কলকাতায়। পশ্চিম মেদিনীপুর থেকে ৪টি প্রজেক্ট রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় যাবে। শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর মধুসূদন গাঁতাইত বলেন, ‘‘আশা করি, রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় জেলা থেকে যাওয়া প্রজেক্টগুলো প্রশংসিত হবে।’’