শিশু শ্রমিক উদ্ধার

খেজুরির বিদ্যাপীঠ মোড়ে একটি রেস্তোরাঁ থেকে বিহারের ভোজপুর জেলার এক বালককে উদ্ধার করল সহ শ্রম আধিকারিকের দফতর ও চাইল্ড লাইন।

Advertisement
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ০১:১৩
Share:

খেজুরির বিদ্যাপীঠ মোড়ে একটি রেস্তোরাঁ থেকে বিহারের ভোজপুর জেলার এক বালককে উদ্ধার করল সহ শ্রম আধিকারিকের দফতর ও চাইল্ড লাইন। সোমবার দফতরের আধিকারিকরা চাইল্ড লাইন কর্তৃপক্ষ ও খেজুরি থানার পুলিশ নিয়ে গিয়ে রেস্তোরাঁয় হানা দিয়ে দীপক পাণ্ডে নামে বছর বারোর এক শিশুশ্রমিককে উদ্ধার করেন। পরে দীপককে জেলা শিশু কল্যাণ কমিটির হেফাজতে দেওয়া হয়। জেলা শিশুকল্যাণ কমিটির সভাপতি দিলীপকুমার দাস জানান, “সম্প্রতি দীপক ও তার মা খেজুরির শেরখাঁচকে এক আত্মীয়ের বাড়িতে আসে। তিনিই দীপককে রেস্তোরাঁয় কাজে লাগিয়ে দেন। শিশুশ্রমিক দিয়ে কাজ করানোয় রেস্তোরাঁ মালিককে নোটিস পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement